shono
Advertisement

এয়ারটেলের বিরুদ্ধে মামলা করল ভারতীয় সেনা

অভিযোগ, মণিপুরে ভেরিফিকেশন ছাড়াই প্রি-অ্যাক্টিভেটেড সিম দেওয়া৷
Posted: 08:40 PM Jul 25, 2016Updated: 08:05 PM Jul 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিকম সংস্থা এয়ারটেলের বিরুদ্ধে মামলা দায়ের করল ভারতীয় সেনা৷ অভিযোগ, মণিপুরে ভেরিফিকেশন ছাড়াই প্রি-অ্যাক্টিভিটেড সিম কার্ড বিক্রি করছে সংস্থা৷

Advertisement

মামলা দায়ের করা হয়েছে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুরের (ATSUM) বিরুদ্ধেও৷ অভিযোগ, সিমগুলি বিতরণ করা হচ্ছে এটিএসইউএম-এর তরফেই৷ ২১ জুলাই মণিপুরে ভারতীয় সেনার কাছে খবর আসে, এটিএসইউএম-এর তরফে ভেরিফিকেশন ছাড়াই আগে থেকে অ্যাক্টিভেট করা সিম বিতরণ করা হচ্ছে৷ প্রায় হাজার দু’য়েক এই ধরনের সিম বিতরণ করা হয়েছে বলে খবর মেলে সূত্র মারফত৷ সেনার সন্দেহ, জঙ্গি অধিকৃত এলাকায় এই সিমকার্ড গুলি ব্যবহার করা হচ্ছে৷ এর দ্বারাই জঙ্গিরা যোগাযোগ বজায় রাখছে৷

সেনা সুত্রে খবর, প্রথমে গুয়াহাটিতে এয়ারটেল কোম্পানির প্রধানকে জানানো হয় এই বিষয়টি৷ তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি৷ তবে, কোম্পানির পক্ষ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ না  করায় ২৪ জুলাই মামলা দায়ের করা হয়৷ মামলা করা হয় এটিএসইউএম-এর বিরুদ্ধেও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement