shono
Advertisement

Breaking News

দেশের সেবা করতে চান? উচ্চমাধ্যমিক পাশ হলেই মিলতে পারে ভারতীয় সেনাবাহিনীতে যোগের সুযোগ

আগামী ১৮ মার্চের মধ্যে আবেদন করতে ভুলবেন না।
Posted: 06:51 PM Feb 06, 2021Updated: 06:51 PM Feb 06, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী দেশের জন্য কিছু করতে চান? ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) যোগ দিতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, সিপাহী ফার্মা (Sepoy Pharma) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতেই হবে।
২. ৫৫ শতাংশ নম্বর পেয়ে ডি ফার্মা পাশ হতে হবে।
৩. এছাড়াও আবেদনকারীকে স্টেট ফার্মেসি কাউন্সিল/ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ায় রেজিস্ট্রেশন থাকতে হবে।

শারীরিক মাপজোক:
উচ্চতা: ১৬০ সেন্টিমিটার।
ছাতি: ৭৭ সেন্টিমিটার।

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে মোটা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদনের শর্ত]

বয়সসীমা:
১ অক্টোবর, ২০২১ তারিখের নিরিখে ন্যূনতম ১৯ থেকে ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে হবে। তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
শারীরিক মাপজোক এবং লিখিত পরীক্ষায় পাশ করলে এই শূন্যপদে নিয়োগ করা হবে।

আবেদনের পদ্ধতি:
//joinindianarmy.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

এছাড়াও চাকরি সংক্রান্ত যেকোনও খুঁটিনাটি তথ্যের জন্য //joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশে ইন্ডিয়ান অয়েলে মিলতে পারে চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement