shono
Advertisement
Narayanan Vaghul

ব্যাঙ্কিং দুনিয়ায় ইন্দ্রপতন, প্রয়াত ICICI ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান নারায়ণন ভাঘুল

২০০৯ সালে পদ্মভূষণে সম্মানিত হন ভাঘুল।
Published By: Kishore GhoshPosted: 08:28 PM May 18, 2024Updated: 08:49 PM May 18, 2024

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: শনিবার ব্যাঙ্কিং দুনিয়ায় ইন্দ্রপতন হল। চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন ICICI ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান নারায়ণন ভাঘুল (Narayanan Vaghul)। বয়স হয়েছিল ৮৮ বছর। এদিন পদ্মভূষণ ভাঘুলের প্রয়াণসংবাদ জানানো হয় তাঁর পরিবারের তরফে। 

Advertisement

নারায়ণন ভাঘুলের পরিবারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, 'আপনাদের গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে পদ্মভূষণ নারায়ণন ভাঘুল স্যর আজ বিকেলে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হয়েছেন।' ভাঘুলের স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। ২০০৯ সালে পদ্মভূষণে সম্মানিত হন ভারতীয় অর্থনীতির অন্যতম রঙিন চরিত্র ভাঘুল।

 

[আরও পড়ুন: যোগ্য তো? নথি দিয়ে প্রমাণ করতে হবে রাজ্যের সব শিক্ষককে, জারি নির্দেশিকা]

প্রধানমন্ত্রী রাজীব গান্ধির জমনায় আইসিআইসিআই ব্যাঙ্ক প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা ছিল ভাঘুলের। ব্যাঙ্ককর্মী হিসেবে কাজ শুরু করেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank of India)। পরবর্তীকালে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank of India) গুরুত্বপূর্ণ পদেও আসিন হন ভাঘুল। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Central Bank of India) এক্সিকিউটিভ ডিরেক্টর পদেও ছিলেন তিনি। ব্যাঙ্কিং দুনিয়ার বর্ণময় চরিত্রের প্রয়াণে একটি যুগের অবসান হল।

 

[আরও পড়ুন: ভুয়ো সার্টিফিকেট নিয়ে শিক্ষকতা! বাগুইআটির নামী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০০৯ সালে পদ্মভূষণে সম্মানিত হন ভারতীয় অর্থনীতির অন্যতম রঙিন চরিত্র ভাঘুল।
  • প্রধানমন্ত্রী রাজীব গান্ধির জমনায় আইসিআইসিআই ব্যাঙ্ক প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা ছিল ভাঘুলের।
Advertisement