shono
Advertisement

শত্রু শিবিরে কাঁপন ধরাতে আরও ‘ঘাতক’হচ্ছে ভারতীয় কমান্ডোরা

ভারতীয় সেনার এই 'এলিট' বাহিনিগুলি হতে চলেছে আরও অত্যাধুনিক ও ঘাতক৷ The post শত্রু শিবিরে কাঁপন ধরাতে আরও ‘ঘাতক’ হচ্ছে ভারতীয় কমান্ডোরা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:19 PM Mar 01, 2017Updated: 08:52 AM Mar 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা ভারতীয় কমান্ডো ফোর্স৷  ২০১৫ সালে মায়ানমার ও ২০১৬ সালে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালিয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনার কমান্ডোরা৷ এবার শত্রুদের আতঙ্কের কারণ ভারতীয় সেনার এই ‘এলিট’ বাহিনিগুলি হতে চলেছে আরও অত্যাধুনিক ও ঘাতক৷ সূত্রের খবর, অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, মেশিনগান, পিস্তল, হালকা রকেট লঞ্চার ও নাইট ভিশন সরঞ্জাম কেনার জন্য ইতিমধ্যে টেন্ডার জারি করেছে প্রতিরক্ষামন্ত্রক৷ জরুরিভিত্তিতে বিদেশী অস্ত্র নির্মাতাদের থেকে এই অত্যাধুনিক অস্ত্রগুলি কেনা হবে৷

Advertisement

সন্ত্রাসের চরম নিদর্শন, এবার নরখাদক জঙ্গি তৈরি করছে আইএস

প্রতিরক্ষামন্ত্রক সুত্রে খবর, ইতিমধ্যে সাতটি সুপারিশ করা হয়েছে৷ মূলত আমেরিকা, ইজরয়েল ও সুইডেনের অস্ত্রনির্মাতাদের থেকে জরুরিভিত্তিক ভাবে আবেদন পত্র চাওয়া হয়েছে৷ এছাড়াও ১২০টি ‘লাইট স্ট্রাইক ভেহিকল’ বা সাঁজোয়া গাড়িও কিনতে চলেছে কেন্দ্র৷ হেলিকপ্টারে বহনযোগ্য এই গাড়িগুলি কমান্ডোদের শত্রু এলাকার গভীরে হামলা চালাতে সাহায্য করবে৷

এবার জলের নিচেও নজরদারি চালাবে চিন

প্রায় ১০ দিনের মত প্রবল যুদ্ধ চালিয়ে যাওযার জন্য ভারতীয় সেনার জন্য প্রায় ২০,০০০ কোটি টাকার গোলা-বারুদও শীঘ্রই কেনা হবে৷ এই মুহূর্তে ভারতীয় সেনার সংখ্যা প্রায় ১৩ লক্ষ৷ এরই অন্তর্ভুক্ত নয়টি ‘প্যারা-স্পেশাল ফোর্স’ ও পাঁচটি ‘প্যারা ব্যাটেলিয়ন’৷ ভারতীয় সেনার এই কমান্ডোদের হাতে রয়েছে ইজরাইল নির্মিত ‘TAR-21 Tavor’ রাইফেল, মার্কিন M4A1 কারবাইন ও  ‘Carl Gustav’ রকেট লঞ্চার৷ বায়ুসেনা, স্থলসেনা ও নৌসেনার কমান্ডো দলগুলিকে একটি জয়েন্ট কমান্ডের অন্তর্ভুক্ত করার চেষ্টাও চলছে বলে জানা গিয়েছে৷

OMG! এই শতকের শেষেই বিলুপ্ত হবে অর্ধেক প্রাণিজগত!

The post শত্রু শিবিরে কাঁপন ধরাতে আরও ‘ঘাতক’ হচ্ছে ভারতীয় কমান্ডোরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement