shono
Advertisement

Breaking News

সোনার লক্ষ্যে আজ কমনওয়েলথ অভিযান শুরু হরমনপ্রীতদের, লড়াইয়ে মহিলা হকি দলও

পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় ব্যাডমিন্টনের মিক্সড টিম।
Posted: 11:59 AM Jul 29, 2022Updated: 12:32 PM Jul 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ভারতের অভিযান শুরু হচ্ছে শুক্রবার। পদকের আশায় মাঠে নামতে চলেছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), পিভি সিন্ধুরা (PV Sindhu)। ১৯৯৮ সালের পরে এই প্রথমবার কমনওয়েলথ গেমসের অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে নামতে চলেছে ভারতের মহিলা ক্রিকেট দল। কিন্তু তা নিয়ে খুব বেশি রোম্যান্টিক হওয়ার জায়গা নেই। কারণ– ভারতের স্বর্ণপদক জয়ে সবচেয়ে বড় বাধা যারা, সেই মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ দিয়েই শুক্রবার কমনওয়েলথ গেমসে অভিযান শুরু করছে হরমনপ্রীতের ভারত।

Advertisement

অন্যদিকে মহিলা হকি দলের (India Women’s Hockey Team) সবিতা পুনিয়ারা আজ নামছেন পদক পাওয়ার অভিযানে। প্রথম প্রতিপক্ষ ঘানা। ভারতের পারফরম্যান্স অনুযায়ী ধরে নেওয়া যায় ঘানাকে হারাতে খুব বেশি বেগ পেতে হবে না। টোকিও অলিম্পিকে পদক না পেলেও ভারতীয় মহিলাদের লড়াই সকলের নজর কেড়ে নিয়েছিল। তার উপর এফআইএইচ প্রো লিগে তৃতীয় হওয়ায় সকলে মহিলা হকিতে পদক পাওয়ার সম্ভাবনা খুব বেশি করে দেখতে শুরু করেছেন। ভারতের গ্রুপ পুল এ-তে আছে ইংল্যান্ড, কানাডা, ঘানা ও ওয়েলস।এই গ্রুপে ভারতের আসল প্রতিপক্ষ হল ইংল্যান্ড। সেই ম্যাচ হবে ২ আগস্ট। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষে থাকা দু’টি দল পরবর্তী রাউন্ডে যাবে। সরাসরি খেলবে সেমিফাইনালে।

[আরও পড়ুন: বিজেপি শাসিত কর্ণাটকে জঙ্গলরাজ! প্রকাশ্যে ফের কুপিয়ে খুন যুবককে, এলাকায় জারি ১৪৪ ধারা]

ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টে পাকিস্তানের বিরুদ্ধে আজ নামতে চলেছে ভারত। সেই দলে রয়েছেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তের মতো তারকারা। চলতি বছরে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়রা। মিক্সড টিম বিভাগে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে একমাত্র মালয়েশিয়াকে ধরা যেতে পারে। প্রসঙ্গত, ২০১৮ সালের গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিল ভারতের ব্যাডমিন্টন মিক্সড টিম। এবারেও একই ফল হবে বলে আশাবাদী ক্রীড়াপ্রেমীরা। 

শুক্রবার অন্যান্য খেলার মধ্যে স্কোয়াশে নামবেন বাংলার খেলোয়াড় সৌরভ ঘোষাল। বক্সিংয়ে পদক জয়ের অন্যতম দাবিদার শিব থাপাও অভিযান শুরু করবেন শুক্রবার। তাছাড়াও টেবল টেনিস, সাঁতার, জিমন্যাস্টিক্স, সাইক্লিং, ট্রায়াথলন, এইসব ইভেন্টেও ভারতের খেলোয়াড়রা অভিযান শুরু করবেন। তবে প্রতিযোগিতার প্রথম দিনেই ভারতের ঝুলিতে পদক আসার সেরকম সম্ভাবনা নেই।

[আরও পড়ুন: ‘আগুন নিয়ে খেলবেন না’, তাইওয়ান ইস্যুতে সরাসরি বাইডেনকে হুমকি জিনপিংয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement