shono
Advertisement

বিমানবন্দরে স্তন্যদান করে মাতৃত্বের পরিচয় দিতে হল মহিলাকে

একটি ঘরে তাঁর বস্ত্র খুলে স্তনে পাম্প বসিয়ে পরীক্ষা করা হয়৷ The post বিমানবন্দরে স্তন্যদান করে মাতৃত্বের পরিচয় দিতে হল মহিলাকে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:32 PM Feb 01, 2017Updated: 08:02 AM Feb 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জার্মানির বিমানবন্দরে হেনস্তার শিকার হতে হল এক ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে৷ বন্দর কর্তৃপক্ষের সামনে স্তন্যদান করে সন্তানের মা হওয়ার পরিচয় দিতে হল তাঁকে৷

Advertisement

মঙ্গলবার জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরে এমন ঘটনার ঘটেছে বলে জানা গিয়েছে৷ সিঙ্গাপুরের একটি পরিবহণ সংস্থায় কর্মরত ওই মহিলাকে বন্দরের গেটের কাছে আটকে দেওয়া হয়৷ মহিলা জানান, তিনি ব্রেস্ট পাম্প সঙ্গে রেখেছিলেন৷ তবে তাঁর সঙ্গে তাঁর বছর তিনেক এবং সাত মাসের দুই সন্তান ছিল না৷ তাই বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হয়৷ কর্তৃপক্ষের সন্দেহ দূর করতে স্তন পাম্প করে দেখাতে হয় ওই মহিলাকে৷ গোটা ঘটনায় অত্যন্ত লজ্জিত তিনি৷ ইতিমধ্যেই জামার্ন পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন৷ যদিও তাঁর অভিযোগ নিয়ে বিস্তারিতভাবে কিছু জানাতে চায়নি পুলিশ৷ তবে এটুকু বলা হয়েছে, যে বিমানবন্দরে মহিলাদের এধরনের চেক-আপ একেবারেই বাধ্যতামূলক নয়৷

(প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল)

মহিলা জানান, গত বৃহস্পতিবার জার্মানি থেকে প্যারিসে রওনা দেওয়ার কথা ছিল তাঁর৷ তখনই সিকিউরিটি স্ক্রিনিং স্টেশনের সামনে তাঁকে দেওয়া হয়৷ তাঁর ব্যাগে একটি ব্রেস্ট পাম্প পাওয়া যায়৷ যা এক্স-রে মেশিনে ধরা পড়ে৷ তাঁকে পাশে নিয়ে গিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ৷ প্রায় ৪৫ মিনিট থেকে জেরা হয় তাঁকে৷ পাসপোর্ট জমা রেখে এক মহিলা নিরাপত্তারক্ষীর কাছে পাঠানো হয় তাঁকে৷ একটি ঘরে তাঁর বস্ত্র খুলে পাম্পের মাধ্যমে স্তন্যদান করে দেখাতে হল তাঁকে৷ মহিলা বলেন, “গোটা ঘটনায় আমি বিস্মিত এবং হতাশ৷ ভাবতেও পারিনি এমনটা হবে৷”

(হারানো নদীই আসলে দেবী সরস্বতী?)

The post বিমানবন্দরে স্তন্যদান করে মাতৃত্বের পরিচয় দিতে হল মহিলাকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement