shono
Advertisement

ভারতেই হচ্ছে আইপিএল, জল্পনা উড়িয়ে ঘোষণা বোর্ডের

ঘোষণা হল খেলা শুরুর দিনক্ষণও৷ The post ভারতেই হচ্ছে আইপিএল, জল্পনা উড়িয়ে ঘোষণা বোর্ডের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:12 PM Jan 08, 2019Updated: 11:05 AM Jan 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য সুখবর৷ জল্পনা উড়িয়ে, এবছর ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মহারণ৷ আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে চলেছে টি-২০ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় যুদ্ধ৷ মঙ্গলবার একটি প্রেস বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই৷

Advertisement

[অ্যারোজের বিরুদ্ধে জয়, লিগের লড়াইয়ে ‘কামব্যাক’ ইস্টবেঙ্গলের ]

লোকসভা নির্বাচনের কারণে এবছরের আইপিএল আদৌ ভারতে করা যাবে কিনা, তা ঘিরে আশঙ্কা তৈরি হয়েছিল৷ গুঞ্জন রটেছিল দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত করা হতে পারে এই জনপ্রিয় টি-২০ ক্রিকেট যুদ্ধকে৷ ফলে, মনমরা হয়ে পড়েছিলেন ভারতের ক্রিকেট অনুরাগীরা৷ তবে, বোর্ডের মঙ্গলবারের সিদ্ধান্ত তাঁদের জন্য সুখবর আনল৷ প্রকাশিত প্রেস রিলিজে বিসিসিআই জানিয়েছে, সবপক্ষের মতামত নিয়ে আইপিএলের দ্বাদশ সংস্করণকে ভারতে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ২৩ মার্চ থেকে শুরু হবে এই মেগা ইভেন্ট৷ সূত্রের খবর, সম্পূর্ণ ইভেন্টের শিডিউল এখনও তৈরি হয়নি৷ নির্বাচনের দিনক্ষণ দেখেই তা তৈরি হবে এবং সম্ভবত খেলার ফরম্যাটেও কিছু পরিবর্তন করা হবে৷

[বুমরাহকে বিশ্রাম বোর্ডের, অস্ট্রেলিয়ায় সিরাজ ও নিউজিল্যান্ডে খেলবেন সিদ্ধার্থ]

গত মাসেই হয়ে গিয়েছে দ্বাদশ আইপিএলের নিলাম৷ অংশগ্রহণ করেছিল আটটি ফ্র্যাঞ্চাইজি৷ জয়পুরে বসা নিলামের আসরে ক্যারিবিয়ান তারকা ব্রেথওয়েটকে তুলে চমক দেয় কেকেআর। চড়া দর পেয়েছেন আরেক ক্যারিবিয়ান তারকা সিমরন হেটমেয়ারও। চার কোটি ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে প্রথমে অবিক্রিতই থাকেন যুবরাজ সিং। পরে তাঁকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স৷

The post ভারতেই হচ্ছে আইপিএল, জল্পনা উড়িয়ে ঘোষণা বোর্ডের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement