shono
Advertisement

Breaking News

একধাক্কায় ৩ গুণ হল রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম, ‘ভিড় এড়াতে’সিদ্ধান্ত মন্ত্রকের

বাড়ছে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনের ভাড়াও।
Posted: 11:58 AM Mar 05, 2021Updated: 12:17 PM Mar 05, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খানিকটা চুপিসারেই অনেকটা বেড়ে গেল রেলের প্ল্যাটফর্ম টিকিটের (Platform Ticket) দাম। একধাক্কায় একেবারে ১০ টাকা থেকে প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়ে হল ৩০ টাকা। কোথাও কোথাও তা হতে পারে ৫০ টাকা পর্যন্তও। বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে রেলের তরফে। শুধু তাই নয়, কিছু কিছু স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনের ভাড়াও একধাক্কায় অনেকটা বাড়ছে। কিছু কিছু রুটে ভাড়া বাড়ছে ৩ থেকে ৫ গুণ পর্যন্ত। এতদিন যে দূরত্বে যাতায়াতের জন্য ১০ টাকার টিকিট কাটলেই চলত, এখন থেকে সেই টিকিটের দাম বেড়ে হতে পারে ৩০ টাকা পর্যন্ত। তবে, লোকাল ট্রেনের ভাড়া এখনই বাড়ানো হচ্ছে না।

Advertisement

করোনা কালে (Coronavirus) সাধারণ মানুষের যখন জীবিকা সংকট তখন কেন বাড়ানো হচ্ছে ভাড়া? রেলের যুক্তি করোনা কালে স্টেশনে বা ট্রেনে যাতে অনাবশ্যক ভিড় না হয়, এবং খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ যাতে ট্রেনে না চড়েন সেটা নিশ্চিত করতেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল বলছে, এটা অস্থায়ী সিদ্ধান্ত। শুধুমাত্র রেলস্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা আবহে যাত্রীরা যাতে খুব প্রয়োজন না হলে ট্রেনে না চড়েন, সেটা নিশ্চিত করতে গতমাসেই কিছু কিছু স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া বাড়িয়েছিল রেল। এবার সেই রুটের সংখ্যাটা আরও বাড়িয়ে দেওয়া হল।

[আরও পড়ুন: নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে শুভেন্দুতেই সিলমোহর বিজেপির, ভবানীপুরে লড়তে পারেন বাবুল]

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে রেল পরিষেবা বন্ধ হওয়ার পর এখনও পর্যন্ত পরিষেবা পুরোপুরি চালু স্বাভাবিক এখনও হয়নি। এখনও বহু রুটে বহু ট্রেন চলছে না। এরই মধ্যে ভাড়া বাড়ানো হল। যা সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ দেবে তাতে সংশয় নেই। এর আগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে শহরতলির ট্রেনগুলি ছাড়া বাকি সব ট্রেনের ভাড়াই বাড়ানো হয়। সাধারণ নন-এসি ট্রেনের ভাড়া কিলোমিটার প্রতি এক পয়সা করে বাড়ানো হয়েছিল। মেল ও এক্সপ্রেসের ক্ষেত্রে নন-এসিতে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে এবং এসি ট্রেনে ৪ পয়সা করে ভাড়া বাড়ানো হয়। বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের ভাড়া একধাক্কায় অনেকটাই বাড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement