shono
Advertisement

সম্পূর্ণ ডিজিটাল হয়ে ৬০,০০০ কোটি টাকা বাঁচাবে রেল, দাবি প্রভুর

অনলাইনের মাধ্যমেই সারা দেশের রেলব্যবস্থাকে একসূত্রে বাঁধা যাবে৷ The post সম্পূর্ণ ডিজিটাল হয়ে ৬০,০০০ কোটি টাকা বাঁচাবে রেল, দাবি প্রভুর appeared first on Sangbad Pratidin.
Posted: 10:52 AM Apr 27, 2017Updated: 05:59 AM Apr 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটালের জমানা৷ অনলাইন লেনদেনের উপর বেশি ভরসা করতে শুরু করেছে ভারত৷ ‘ডিজিটাল ইন্ডিয়া’র পথে সকলকে অগ্রসর হতে আহ্বান জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাহলে ভারতীয় রেলই বা পিছিয়ে থাকে কেন? এবার সম্পূর্ণ ডিজিটাল হওয়ার পথে এগোচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ৷ গড়ে তোলা হবে কমন ডিজিটাল প্ল্যাটফর্ম৷ যেখান থেকে অনলাইনেই সমাধান করে ফেলা হবে দেশের যে কোনও প্রান্তের যে কোনও সমস্যা৷ গোটা কর্মকাণ্ডের জেরে প্রায় ৬০,০০০ কোটি টাকা সাশ্রয় হবে ভারতীয় রেলের৷ এমনটাই মনে করছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷

Advertisement

[আজ সর্বভারতীয় জয়েন্টের ফলপ্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?]

স্বাধীনতার পর ভারতীয় রেলের পরিসর অনেকটাই বেড়েছে৷ স্টেশন সংখ্যা বেড়েছে, বেড়েছে স্টেশনের পরিধিও৷ অনেক জায়গায় সিঙ্গল লাইনের বদলে হয়েছে ডাবল লাইন৷ লোকাল ট্রেনের কামরা বেড়েছে৷ বেড়েছে এক্সপ্রেস ট্রেনের গতি৷ আর যাত্রী সংখ্যা তো বেড়েই চলেছে৷ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই বিশাল কর্মকাণ্ড সামলানো বেশ কষ্টসাধ্য ব্যাপার৷ বিশেষ করে কোনও নির্দিষ্ট অপারেটিং সিস্টেম ছাড়া৷ এর জেরে যাত্রীদের পাশাপাশি কর্মীদেরও অনেক সমস্যার মুখে পড়তে হয়৷ অনেক সময় ট্রেনের সিগন্যাল দিতেও দেরি হয়ে যায়৷ সেই জন্যই ডিজিটাল প্ল্যাটফর্ম প্রয়োজন৷ হ্যাঁ, এখন এই পথে অনেকটাই অগ্রসর হয়েছে ভারতীয় রেল৷ আর অদূর ভবিষ্যতেই সম্পূর্ণভাবেই ডিজিটাল হয়ে যেতে চলেছে রেলওয়েজ৷ এর জন্য করা হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম৷ এমন এক আইটি বেসড প্ল্যাটফর্ম যার মাধ্যমে সারা দেশের রেলব্যবস্থাকে অনলাইনের মাধ্যমেই একসূত্রে বাঁধা যাবে৷ এর মাধ্যমে রেলের বিভিন্ন স্তরের দুর্নীতিও অনেক বেশি রোখা সম্ভব বলে অভিমত রেলমন্ত্রীর৷

[এনজিওতে দুর্নীতি রুখতে আইন আনুক কেন্দ্র, পরামর্শ সুপ্রিম কোর্টের]

শুধু ডিজিটাল হয়েই নয় শক্তি ব্যবহারের ক্ষেত্রেও খরচ বাঁচাতে উদ্যোগী হয়েছে ভারতীয় রেল৷ এর জন্য রেলের ভরসা সৌরশক্তি৷ আগামী ১০ বছরের সৌরশক্তি চালিত বিদ্যুৎ ব্যবহার করে ৪১,০০০ কোটি টাকা বাঁচানো লক্ষ্যমাত্রা স্থির করেছে রেলমন্ত্রক৷ এর জন্য অন্তত ১০০০ মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন করার পরিকল্পনা রয়েছে রেলের৷

[ছেলের গায়ের রং কালো, বিয়ের মণ্ডপ ছাড়লেন কনে]

The post সম্পূর্ণ ডিজিটাল হয়ে ৬০,০০০ কোটি টাকা বাঁচাবে রেল, দাবি প্রভুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement