shono
Advertisement

Breaking News

শুটিং বিশ্বকাপের মঞ্চে সোনা জিতলেন জিতু-হিনা

রিও অলিম্পিকে পারেননি। তবে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রমাণ করলেন দুই ভারতীয় শুটার। The post শুটিং বিশ্বকাপের মঞ্চে সোনা জিতলেন জিতু-হিনা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:18 PM Feb 27, 2017Updated: 02:51 AM Feb 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও অলিম্পিকে পারেননি। তবে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রমাণ করলেন দুই ভারতীয় শুটার। চলতি শুটিং বিশ্বকাপে জাপানকে হারিয়ে সোনা ঘরে তুললেন জিতু রাই এবং হিনা সিধু।

Advertisement

(এনার নেতৃত্বেই ভারত পেয়েছে ‘অগ্নি ৫’-এর মতো মারণাস্ত্র)

২০১৩ আইএসএসএফ বিশ্বকাপ ফাইনালসে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতেছিলেন সিধু। পরের বছর ওই একই ব্যক্তিগত ইভেন্টে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল রাজীব খেলরত্ন সম্মানে ভূষিত জিতু রাইকে। তবে এবার দু’জনের মিলিত উদ্যোগে এল সোনা। সোমবার দিল্লির কর্ণি সিং শুটিং রেঞ্চে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে জাপানি প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সোনা পকেটে পুরলেন এই দুই ভারতীয় শুটার। যদিও মিক্সড ইভেন্টটি পরীক্ষামূলক হওয়ায় এই বিভাগের জন্য কোনও সরকারি পদক অথবা স্কোর থাকছে না।

(নেতা ধোনির এই রেকর্ডটি কখনওই ভাঙতে পারবেন না ক্যাপ্টেন কোহলি)

এখনও পর্যন্ত শুটিংয়ে মিক্সড ডাবলসের কোনও বিভাগ নেই। তবে শুটিংকে আরও আকর্ষণীয় করতে এই বিভাগটিকে বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে যুক্ত করেছে আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ)। শনিবার চিন বনাম জাপানের প্রতিযোগিতা দিয়ে বিশ্বকাপে এই ইভেন্টটির অভিষেক ঘটে। যাতে চিনা শুটারদের কাছে পরাস্ত হন জাপানিরা। সোমবার ফের দুই ভারতীয় তারকার কাছে হারতে হল জাপানকে। আইএসএসএফ-এর তরফে জানানো হয়েছে, শুটিংয়ে একঘেয়েমি কাটাতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এই ইভেন্ট আরও উন্নত করার চিন্তা ভাবনাও রয়েছে। এদিকে, পুরুষ ডাবলস ট্র্যাপ ইভেন্টে সোনা হাতছাড়া হল আরেক ভারতীয় শুটার অঙ্কুর মিত্তলের।

The post শুটিং বিশ্বকাপের মঞ্চে সোনা জিতলেন জিতু-হিনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement