সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে ফের খুন এক ভারতীয়। এবার সশস্ত্র দুষ্কৃতীদের গুলিতে ক্যালিফোর্নিয়ার এক মুদি দোকানে প্রাণ গেল ভারতীয় বংশোম্ভূত এক শিখ ছাত্রের। মৃতের নাম ধরমপ্রীত সিং। ওই দোকানেই কাজ করতেন তিনি। ঘটনায় এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।
[মার্কিন মুলুকে আক্রান্ত শিখ কিশোর, দূতাবাসের কাছে রিপোর্ট তলব সুষমার]
ধরমপ্রীতের বাড়ি পাঞ্জাবে। বছর দুয়েক আগে স্টুডেন্ট ভিসা নিয়ে মার্কিন মুলুকে পড়াশোনা করতে গিয়েছিলেন তিনি। পড়াশোনা পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য ক্যালিফোর্নিয়ার ফ্রেন্সো সিটি এলাকায় মুদির দোকানে কাজও করতেন ধরমপ্রীত। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে ওই মুদির দোকানে হানা দেয় চারজন সশস্ত্র ডাকাত। ডাকাত দলের একজন ভারতীয় বংশোদ্ভূতও ছিল। তবে ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করেননি ধরমপ্রীত। বরং ভয়ে দোকানে ক্যাশ কাউন্টারের পিছনে লুকিয়ে পড়েছিলেন তিনি। কিন্তু, ডাকাতি করে পালানো সময়ে আচমকাই ধরমপ্রীতকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলের মারা যান তিনি। কিন্তু, ঘটনাটি বেশি রাতের দিকে ঘটায়, কেউ কিছু টের পায়নি। পুলিশ জানিয়েছে, বুধবার এক ক্রেতা মুদির দোকানের মেঝেতে পরমপ্রীতের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তিনিই পুলিশকে খবর দেন। ঘটনায় অমৃতরাজ সিং নামে বছর বাইশের এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ঘটনার দিনে ডাকাতদের দলে ছিল সে। বেশ কয়েক রাউন্ড গুলিও চালিয়েছিল। সেই গুলিরই একটি ধরমপ্রীতের শরীরে লেগেছিল।
এদিকে, মার্কিন মুলুকে শিখ যুবকের মৃত্যুর খবর পেয়েই টুইট করে পরিবারকে সমবেদনা জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এ বিষযে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।
[জানেন, মুরগিকে ‘ধর্ষণ’ করে কী অবস্থা হল পাক কিশোরের?]
The post মার্কিন মুলুকে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত এক শিখ ছাত্রের appeared first on Sangbad Pratidin.