shono
Advertisement

ঈশ্বর নয়, দেশের এই মন্দিরগুলিতে অশরীরীর বাস!

এই মন্দিরে কি আপনিও পা রেখেছেন? দেখুন তো... The post ঈশ্বর নয়, দেশের এই মন্দিরগুলিতে অশরীরীর বাস! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:55 PM Aug 13, 2017Updated: 02:54 PM Oct 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দিরে ঈশ্বরের বাস। মন্দিরের মতো পবিত্র স্থানেই মন ও আত্মা শান্তি পায়। এমনটাই বিশ্বাস সাধারণ মানুষের। কিন্তু যদি প্রমাণ পান ঈশ্বর নয়, বরং অশরীরী ঘুরে বেড়াচ্ছে মন্দিরের ভিতর? নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। তাহলে? স্বাভাবিকভাবেই সেই বিশ্বাসে জোর ধাক্কা লাগে। হ্যাঁ, এ দেশের বুকেই রয়েছে এমন বেশ কিছু মন্দির যেখানে পা ফেললেই শিউরে উঠতে হয়। গা ছমছমে পরিবেশ রাতের ঘুম কেড়ে নেয়। এই প্রতিবেদনে তুলে ধরা হল তেমনই পাঁচটি মন্দিরের কথা।

Advertisement

মহেন্দিপুর বালাজি মন্দির, রাজস্থান:
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই হাজার হাজার মানুষ এই মন্দিরে আসেন। উদ্দেশ্য একটাই। পাপের প্রায়শ্চিত্ত। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে এসে পাপের প্রায়শ্চিত্ত করলে ঈশ্বর তুষ্ট হবেন। কীভাবে ভক্তরা প্রায়শ্চিত্ত করেন? মন্দিরের দেওয়ালের সঙ্গে নিজেদের চেন দিয়ে বেঁধে গায়ে গরম জল ঢেলে দেন। এমনই কষ্টদায়ক উপায়ে পাপমুক্তি ঘটাতে মরিয়া হয়ে পড়েন ভক্তরা। শুধু তাই নয়, এটিই দেশের একমাত্র মন্দির যেখানে সকলের সামনে আজও ভূত-অশরীরী তাড়ানোর ব্যবস্থা রয়েছে। আর তাই স্থানীয়দের মতে, এই মন্দিরে শয়তান আত্মার বাস রয়েছে।

শ্রী কষ্টভঞ্জনদেব হনুমানজি মন্দির, গুজরাট:

বজরংবলির পুজো দিতে ও অশুভ আত্মা তাড়াতে ভক্তরা ভিড় জমান গুজরাটের এই মন্দিরে। তাঁরাই জানাচ্ছেন, রাতে এই মন্দিরে অশুভ আত্মারা ঘুরে বেড়ায়। অনেকের ক্ষতিও করেছে তারা।

দেবজি মহারাজ মন্দির:
এই মন্দিরে পা রাখলেই অদ্ভুত কিছু ঘটনার সাক্ষী হতে পারেন। যা সচরাচর মন্দিরে দেখা যায় না। প্রতি পূর্ণিমায় ঝাড়ু মেরে ভূত তাড়ানো তো রয়েইছে। অনেকে আবার হাতে কর্পুর নিয়ে আগুন জ্বালিয়ে দাঁড়িয়ে থাকেন, পাপের প্রায়শ্চিত্ত করবেন বলে। শুধু তাই নয়, প্রতিবছর এই মন্দির চত্বরে একটি ভূত মেলারও আয়োজন করা হয়। সবমিলিয়ে ঈশ্বরের স্থানে সারা বছর অদ্ভুত পরিবেশই বিরাজ করে এখানে।

দত্তাত্রেয় মন্দির, গঙ্গাপুর:
অমাবস্যা কেটে গেলেই মধ্যপ্রদেশের বেতুল জেলায় অবস্থিত এই মন্দিরটিতে ভিড় জমে। সকাল সাড়ে ১১টায় মহামঙ্গল আরতি হয়। কিন্তু আরতির সঙ্গে সেখানে ঈশ্বর বন্দনা হয় না। বরং হয় একেবারে উলটোটা। চিৎকার করে ভগবানকে তিরষ্কার, ভর্ৎসনা করা হয়। কারণ, মানুষের বিশ্বাস, তাঁদের মধ্যে শয়তান লুকিয়ে রয়েছে, যারা চিৎকার করে ঈশ্বরকে খাটো করার চেষ্টা করে চলেছে। এমনকী অনেককে অদ্ভুতভাবে মন্দিরের দেওয়াল ও ঘণ্টা উপর চড়তেও দেখা যায়।

হরশু ভ্রম মন্দির, বিহার:
বিহার ও উত্তরপ্রদেশের সীমান্ত এলাকায় অবস্থিত এই মন্দির। স্থানীয়দের মতে, এই মন্দিরে ঘুরে বেড়ায় এক ব্রাহ্মণের অতৃপ্ত আত্মা। যে চায়, এই মন্দিরে তারও পুজো করা হোক। অজানা ভয় নিয়েই অশুভ শক্তি থেকে মুক্তি পেয়ে মানুষ হাজির হয় এই মন্দিরে।

The post ঈশ্বর নয়, দেশের এই মন্দিরগুলিতে অশরীরীর বাস! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup #IPL18 toolbarvideo শোনো toolbarshorts রোববার