shono
Advertisement

তথ্য চুরি করছে চিন, মোবাইল থেকে জনপ্রিয় অ্যাপ মোছার পরামর্শ গোয়েন্দাদের

অ্যাপগুলি কিন্তু আপনিও ব্যবহার করছেন। সাবধান! The post তথ্য চুরি করছে চিন, মোবাইল থেকে জনপ্রিয় অ্যাপ মোছার পরামর্শ গোয়েন্দাদের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:40 AM Nov 30, 2017Updated: 04:59 PM Sep 21, 2019

দীপাঞ্জন মণ্ডল, নয়াদিল্লি: এবার সেনার মোবাইলে অ্যাপ থেকে তথ্য চুরি করছে চিন। জেনে নিচ্ছে গোপন তথ্য। তাই জনপ্রিয় ৪২টি মোবাইল অ্যাপ সম্পর্কে ভারতীয় সেনাকে সতর্ক করল ইন্টেলিজেন্স ব্যুরো। এই অ্যাপগুলির মাধ্যমে অনেক তথ্য বেজিং জেনে ফেলছে বলে দাবি গোয়েন্দাদের। সেকারণেই যত দ্রুত সম্ভব এই সব অ্যাপ মোবাইল ফোন থেকে উড়িয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন বাহিনীর জওয়ানদের পরামর্শ দিয়েছে আইবি। একটি নতুন পরামর্শবার্তায় গোয়েন্দা বিভাগ আশঙ্কা প্রকাশ করেছে, জনপ্রিয় স্মার্টফোন অ্যাপের মাধ্যমে চিন চরবৃত্তির চেষ্টা করতে পারে। এভাবে তাদের হাতে ভারতীয় বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য অনায়াসে চলে যেতে পারে।

Advertisement

[বড়সড় সাফল্য সন্ত্রাসদমন শাখার, গ্রেপ্তার সন্দেহভাজন লস্কর জঙ্গি]

জানা গিয়েছে, ডিআইজি (ইন্টেলিজেন্স) থেকে সদ্য প্রকাশিত ‘অ্যাডভাইসরি’তে সীমান্ত বরাবর ব্যবহৃত স্মার্টফোন হ্যান্ডসেটের মাধ্যমে চরবৃত্তি হতে পারে, এই আশঙ্কায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) মোতায়েন বাহিনীকে তাদের স্মার্টফোনে থাকা প্রচুর সংখ্যক অ্যাপ মুছে ফেলতে বা হ্যান্ডসেট ফরম্যাট করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই অ্যাডভাইসরিতে ৪২টি জনপ্রিয় চিনা মোবাইল অ্যাপের তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে উইচ্যাট, ট্রু-কলার, উইবো, ইউসি ব্রাউজার এবং ইউসি নিউজ। গোয়েন্দাদের দাবি, এই মোবাইল অ্যাপগুলি ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বিপদের।

চিনের এই মোবাইল অ্যাপ নিয়ে এর আগেও এই আশঙ্কা প্রকাশ করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা৷ তার জন্য এর আগেই ভারতীয় বায়ুসেনার তরফ থেকে বাহিনীর জওয়ানদের ও তাঁদের পরিবারকে বিভিন্ন চিনা সংস্থার মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে৷ এমনকী, আগস্ট মাসে কেন্দ্র সরকারের তরফে ২১টি স্মার্টফোন সংস্থাকে নোটিস পাঠানো হয়েছিল বেআইনিভাবে ভারতীয় গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি করার অভিযোগে৷ এর মধ্যে ছিল ওপো, ভিভো, শাওমি এবং জিওনির মতো চিনা সংস্থাগুলি।

[আচমকাই কালো হল সিয়াং নদীর জল, আতঙ্কে অরুণাচলের বাসিন্দারা]

সম্প্রতি ডোকলাম সঙ্কটের সমাধানের পর যখন দুই পক্ষই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উচ্চ সতর্কতা জারি রেখেছে। এই পরিস্থিতিতে ভারতীয় গোয়েন্দা বাহিনীর এই অ্যাডভাইসরি বিশেষ তাৎপর্যপূর্ণ। লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রসারিত ৪,০৫৭ কিমি দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা ছাড়াও ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে। অ্যানড্রয়েড ও আইওএস- উভয় অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেই আইবির এমন সতর্কতা জারি হয়েছে।

[জানেন, ট্রাম্প কন্যা ইভাঙ্কাকে কী বিশেষ উপহার দিলেন মোদি?]

The post তথ্য চুরি করছে চিন, মোবাইল থেকে জনপ্রিয় অ্যাপ মোছার পরামর্শ গোয়েন্দাদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement