shono
Advertisement

থাকেন ভারতে, তবু ভুটান থেকে পেট্রল-ডিজেল কেনেন এই অঞ্চলের মানুষরা

কেন এমন সিদ্ধান্ত? The post থাকেন ভারতে, তবু ভুটান থেকে পেট্রল-ডিজেল কেনেন এই অঞ্চলের মানুষরা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:18 PM May 07, 2018Updated: 06:33 PM May 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ ভারতে থেকেও দেশের পাম্প থেকে পেট্রল-ডিজেল কেনেন না ভুটান সীমান্তের কাছে বসবাসকারী অসমের নাগরিকরা। কেবল পেট্রল-ডিজেলই নয়, মদ কিনতেও তারা সীমান্ত পেড়িয়ে যায় ভুটানে। কারণ ভারতের চেয়ে অনেকটাই কম দামে পেট্রল, ডিজেল ও মদ তাঁরা পান ভারতের সীমান্তবর্তী ভুটানের সামদরূপ ও জঙ্গখার এলাকায়।

Advertisement

 মন্ত্রীর ইশারায় ভাঙা হল দুর্গামন্দিরের বেদী, হুলস্থূল যোগীর রাজ্যে ]

দেশীয় বাজারে পেট্রলের বাজার মূল্য ৭৬ টাকা প্রতি লিটার। এই দামে পেট্রল কেনেন না ভুটান সীমান্তবর্তী অসমের মানুষজন। সীমান্ত পেরিয়ে গিয়ে তাঁরা সেই পেট্রল কেনেন মাত্র ৫২ টাকা প্রতি লিটার দরে। ডিজেল পান দেশীয় বাজারদর থেকে ২০ টাকা কমে। এলাকার মানুষজন ভুটানে তৈরি বিয়ার কেনেন ৬০ টাকায় এবং প্রিমিয়াম স্কচ পান দু’হাজার টাকার কম দামে। ভুটানের বাজারে ভারতের টাকার মূল্য এক। ভুটানে পেট্রল ও ডিজেলের সরবরাহ করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং ভারত পেট্রোলিয়াম।

তাও কেন এত দামের হেরফের? বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, গত বছরের পয়লা জুলাই জিএসটি চালু হওয়ার পর থেকে দামের এতটা হেরফের শুরু হয়েছে। জানা গিয়েছে, জিএসটি চালু হওয়ার পরে ভারত থেকে ভুটানে পণ্য পরিবহণের ক্ষেত্রে উঠে গিয়েছে রপ্তানি কর। তবে পেট্রল ও ডিজেলের উপরে রয়ে গিয়েছে আবগারি শুল্ক। যেটা ভুটানের থেকে নেওয়া হয় না। তাই ভারতের তুলনায় প্রায় ১৭ শতাংশ কম দামে পেট্রল পাওয়া যায় ভুটানে। ডিজেলের ক্ষেত্রে তা প্রায় ১৪ শতাংশ কম।

[  মোদিকে মোবাইলের সঙ্গে তুলনা, ‘ওয়ার্ক মোড’ নেই বলে কটাক্ষ রাহুলের ]

এত কম দামে পেট্রল ও ডিজেল মেলায় ইতিমধ্যেই এই অঞ্চলে বেআইনি ব্যবসার জাল ছড়িয়ে দিয়েছে একদল অসাধু ব্যবসায়ী। ভুটান থেকে কম দামে পেট্রল-ডিজেল কিনে এনে তা বিক্রি করা হচ্ছে কালোবাজারে। এ বিষয়ে ভুটানের সামদরূপ ও জঙ্গখার এলাকার এক ব্যবসায়ী জানিয়েছেন, বিষয়টি নজরে আসার পরেই জন প্রতি পেট্রল ও ডিজেল বিক্রির একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিয়েছেন তাঁরা। বর্তমানে জন প্রতি ৫০০ টাকার বেশি পেট্রল-ডিজেল বিক্রি করেন না তাঁরা। এমনটাই জানিয়েছেন ওই ব্যবসায়ী।

The post থাকেন ভারতে, তবু ভুটান থেকে পেট্রল-ডিজেল কেনেন এই অঞ্চলের মানুষরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement