shono
Advertisement

পৃথিবীর উপর নজর রাখতে মহাকাশে ‘ছোটা ভীম’পাঠাল ISRO

নয়া মাইলস্টোন ইসরোর। The post পৃথিবীর উপর নজর রাখতে মহাকাশে ‘ছোটা ভীম’ পাঠাল ISRO appeared first on Sangbad Pratidin.
Posted: 12:15 PM Nov 29, 2018Updated: 07:28 PM Aug 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বকে চমকে আজ, বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি ৪৩’র সফল উৎক্ষেপণ করল ইসরো৷ এদিন সকালে মহাশূন্যের উদ্দেশে রওনা হয় ইসরোর নয়া যান৷ ইসরোর নয়া মহাকাশযান পিএসএলভি-সি ৪৩ ‘আর্থ অবজারভেশন’ স্যাটেলাইট HyslS-সহ আটটি দেশের মোট ৩০টি স্যাটেলাইট নিয়ে সফলভাবে উৎক্ষেপণ হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে৷

Advertisement

[কাশ্মীরে সেনার গুলিতে ঝাঁঝরা আরও দুই লস্কর জঙ্গি]

প্রসঙ্গত, Hysl-এর পুরো নাম Hyper Spectral Imaging Satellite। বিজ্ঞানীরা আরও একটি নাম দিয়েছেন এর, ছোটা ভীম। ইসরো এটি তৈরি করেছে৷ বুধবার ভোর ৫.৫৮ থেকে শুরু হয়ে গিয়েছিল পিএসএলভি-সি ৪৩’র উৎক্ষেপণের কাউন্টডাউন৷ আজ, নির্ধারিত সময়ে সকাল ৯.৫৮ বাজতেই ৩০টি স্যাটেলাইট নিয়ে মহাশূন্যে পারিয়ে দেয় ইসরোর নয়া যান৷

[গাজায় বিপর্যস্ত তামিলনাড়ুকে ১০ কোটি টাকার ত্রাণ কেরলের]

ইসরো সূত্রে খবর, উৎক্ষেপণ থেকে শুরু করে কক্ষে পৌঁছতে পিএসএলভি-সি ৪৩-র সময় লাগবে তিন ঘণ্টার কাছাকাছি৷ দু’টি কক্ষপথে পাঠানো হবে উপগ্রহগুলোকে৷  পৃথিবীপৃষ্ঠ থেকে ৬৩৬ কিলোমিটার পৃথক পৃথক দূরত্বে ৩০টি উপগ্রহ পাঠানো হবে৷ টানা পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করে ইসরোর বিজ্ঞানীরা তৈরি করেছেন অপেক্ষাকৃত হালকা ৩৮০ কেজির নয়া এই উপগ্রহ৷ মহাকাশে এই উপগ্রহের আয়ুও পাঁচ বছর।

জানা গিয়েছে, ছোট-বড় মিলিয়ে মোট ৩০টি উপগ্রহ মহাকাশে ছেড়ে আসতে যানটি সময় নেবে মাত্র পাঁচ থেকে সাত ঘণ্টার কম৷ ইসরোর পাঠানো ৩০টির উপগ্রহগুলির মধ্যে ‘আর্থ অবজারভেশন’ স্যাটেলাইট HyslS৷ যা মহাশূন্য থেকে পৃথিবীর উপর নজরদারি চালাবে৷ এর আগেও চলতি বছর ১২ জানুয়ারি ছ’টি দেশের ৩১টি উপগ্রহ নিয়ে মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছে পিএসএলভি-সি ৪০৷ পরে, মাঝামাঝি সময়ে পিএসএলভি-সি ৪১ ও ৪২ দু’টিও সফল ভাবে উৎক্ষেপণ করে ইসরো৷

The post পৃথিবীর উপর নজর রাখতে মহাকাশে ‘ছোটা ভীম’ পাঠাল ISRO appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement