সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমছে করোনা (Corona Virus) সংক্রমণের গতি। স্বস্তি দিয়ে নিম্নমুখী অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা। সোমবারের পরিসংখ্যান বলছে, ভারতে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষেরও কম। এই পরিসংখ্যান নিসন্দেহে স্বস্তি দেবে কেন্দ্রীয় সরকার ও চিকিৎসক মহলকে।
করোনা যুদ্ধে জিততে ভ্যাকসিন আনতে মরিয়া কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে ভারতের বাজারে ভ্যাকসিন আনতে ডিসিজিআইয়ের কাছে আবেদন জানিয়েছে ফাইজার ও সেরাম ইনস্টিটিউট। এমন আবহে সরকারকে স্বস্তি দিচ্ছে দেশের করোনা সংক্রমণের গ্রাফ।
[আরও পড়ুন : মেডিক্যাল কলেজ তৈরিতে পিপিপি মডেলে জোর, নির্দেশিকা প্রকাশ কমিশনের]
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৮১ জন। যা রবিবারের তুলনায় প্রায় ৪ হাজার কম। ফলে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যাও কমেছে। সরকারি নথি বলছে, ভারতে এই মুহূর্তে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯৬ হাজার ৭২৯ জন। তবে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ লক্ষ ৭৭ হাজার ২০৩ জন। এই সংখ্যাটা নিসন্দেহে উদ্বেগ বাড়াবে। তবে এর পাশাপাশি সুস্থতার গ্রাফ রাখলে, দেশে করোনা সংক্রমণেক প্রকৃত ছবিটা পরিস্কার হয়ে যায়।
ভারতে সুস্থতার হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা জয় করেছেন ৩৯ হাজার ১০৯ জন। ফলে দেশে মোট কোভিডজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১ লক্ষ ৩৯ হাজার ৯০১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৯১ জনের। ফলে দেশের করোনায় মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৪০ হাজার ৫৭৩ জন। এর আগে বিশ্বে মাত্র দুটি দেশ-আমেরিকা ও ব্রাজিল এই গণ্ডি পেরিয়েছে। তবে ভারতে মৃত্যু হার অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম।