shono
Advertisement

দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ৬৫ লক্ষ, খানিকটা কমল দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় অনেকটা বেশি করোনাজয়ীর সংখ্যা।
Posted: 10:05 AM Oct 04, 2020Updated: 10:05 AM Oct 04, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই দেশে একলক্ষের গণ্ডি পেরিয়েছে করোনায় মৃতের সংখ্যা। এবার আক্রান্তের সংখ্যাটাও পেরিয়ে গেল ৬৫ লক্ষের গণ্ডি। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে করোনা আক্রান্তের সংখ্যায় ৬৫ লক্ষের গণ্ডি পেরল ভারত। যা উদ্বেগজনক হলেও দৈনিক সংক্রমণের নিরিখে স্বস্তির খবরও আছে। গত মাসের শুরুর দিকে বা আগস্টের শেষদিকে যেভাবে আক্রান্তের সংখ্যা প্রতিদিন রেকর্ড ভাঙছিল, সে তুলনায় এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আজও দেশের করোনা আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় সামান্য হলেও কমেছে।

Advertisement

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৫ হাজার ৮২৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় সাড়ে ৩ হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লক্ষ ৪৯ হাজার ৩৭৪ জন। আক্রান্তের পাশাপাশি ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাটাও আগের তুলনায় কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৪০ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১ হাজার ৭৮২ জন।

[আরও পড়ুন: কোভিডবিধি মেনেই ত্রিপুরায় হবে দুর্গাপুজো, নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের]

অন্যদিকে স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৮২ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৫৫ লক্ষ ৯ হাজার ৯৬৭ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ৩৭ হাজার ৬২৫ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কমেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৪২ হাজার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement