সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Covid-19) সংক্রমণের বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব। এখনও হু হু করে বাড়ছে আক্রান্ত। সংক্রমণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে ভারতও (India)। এই মহামারী রুখতে ভরসা একমাত্র ভ্যাকসিন (Corona Vaccine)। সেটি তৈরির চেষ্টাতেই রয়েছে বিশ্বের বহু দেশ।
ইতিমধ্যে রাশিয়া (Russia) করোনার ভ্যাকসিন বাজারে আনলেও সেটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল না হওয়ায়, অনেকেই তা নিয়ে সংশয়ে। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের (United Nations) ৭৫ তম প্রতিষ্ঠাদিবসে জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখতে গিয়ে ভ্যাকসিন নিয়ে গোটা বিশ্বকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানালেন, ভ্যাকসিন তৈরিতে অনেকটাই এগিয়েছে ভারত। গোটা বিশ্বে সেই ভ্যাকসিন সরবরাহ করার ক্ষমতাও আছে ভারতের। এর পাশাপাশি করোনা রুখতে রাষ্ট্রসংঘ কী পদক্ষেপ করেছে, সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
[আরও পড়ুন: প্রাপ্তবয়স্ক সমকামী যুগলরা চাইলেই একসঙ্গে থাকতে পারেন, জানালেন যোগীর রাজ্যের জেলাশাসক]
The post কোভিড সংকট দূর করবে ভারতে তৈরি করোনার ভ্যাকসিন, দেশবাসীকে আশ্বস্ত করলেন মোদি appeared first on Sangbad Pratidin.