shono
Advertisement

হকিতে চিনকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দল

প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে উচ্ছ্বসিত মহিলা হকি দল৷
Posted: 01:04 AM Nov 06, 2016Updated: 07:37 PM Nov 05, 2016
@font-face { font-family: 'Noto Sans Bengali'; font-style: normal; font-weight: 400; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.ttf) format('truetype') } @font-face { font-family: 'Noto Sans Bengali bold'; font-style: normal; font-weight: 700; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.ttf) format('truetype') } p {font-family: 'Noto Sans Bengali', sans-serif; font-size: 20px; line-height: 33px;}

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে শ্রীজেশ অ্যান্ড কোম্পানি৷ এবার দেশবাসীকে গর্বিত করল ভারতীয় মহিলা হকি দল৷ চিনকে মাটি ধরিয়ে শনিবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিলেন দীপিকা ঠাকুররা৷

Advertisement

সিঙ্গাপুরে চলতি টুর্নামেন্টের রাউন্ড রবিন পর্বে একমাত্র চিনের কাছেই হারতে হয়েছিল ভারতকে৷ ২-৩ গোলে সেই হারের মধুর প্রতিশোধ নিলেন নেইল হাউগুডের মেয়েরা৷ কোচ নেইল প্রথম থেকেই মেয়েদের সতর্ক করেছিলেন, চিনের বিরুদ্ধে রক্ষণকে দীর্ঘক্ষণ ধরে রাখতে হবে৷ কোনও ছোটখাটো ভুল করলেই মুশকিল৷ কাউন্টার অ্যাটাকেও চিন যখন তখন বাজিমাত করতে পারে৷ কোচের নির্দেশ মাথায় রেখেই এদিন মাঠে নেমেছিলেন দীপিকারা৷ কোচকে হতাশ করেননি৷

এদিন শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রেখেছিল ভারত৷ দলে কোনও ড্র্যাগ ফ্লিকার নেই৷ তবে তা জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়নি৷ ১৩ মিনিটে পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে দীপ গ্রেস এক্কার গোলে এগিয়ে যায় ভারত৷ জংয়ের গোলে সমতায় ফেরে চিন৷ আত্মবিশ্বাসী ভারতকে অবশ্য দমানো সহজ ছিল না৷ ভারতের শেষ গোলটিও পেনাল্টি কর্নার থেকে৷ চিনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন দীপিকা ঠাকুর৷ প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে উচ্ছ্বসিত মহিলা হকি দল৷ ২০১৩ সালে রানার্স-আপ হয়েছিল ‘উইমেন ইন ব্লু৷’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement