সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান গ্যাংস্টারের। জানা গিয়েছে, সেদেশের একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত ছিল করণবীর সিং গরচা নামে ওই কুখ্যাত গ্যাংস্টার। রবিবার রাতে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় স্থানীয় পুলিশ। চিকিৎসার সময়েই তাঁর মৃত্যু হয়। গ্যাংস্টারকে কারা গুলি করল, সেটা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। প্রসঙ্গত, মাদক পাচার, খুন-সহ একাধিক অভিযোগ ছিল করণবীরের বিরুদ্ধে।
জানা গিয়েছে, কানাডার (Canada) স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ গুলির শব্দ শুনতে পান দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। ককুইটলাম নামে ওই এলাকায় পৌঁছতেই গুলিবিদ্ধ করণবীরকে দেখা যায়। সঙ্গে সঙ্গেই গুরুতর জখম গ্যাংস্টারের চিকিৎসা শুরু করেন পুলিশ আধিকারিকরা। তবে হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় ২৫ বছর বয়সি ইন্দো-কানাডিয়ান গ্যাংস্টারের।
[আরও পড়ুন: ভয়ংকর দুর্ঘটনার কবলে প্রবীণ কুমার! দুমড়েমুচড়ে গেল প্রাক্তন পেসারের গাড়ি]
কাদের মধ্যে গুলির লড়াইয়ের জেরে গ্যাংস্টারের মৃত্যু হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে পুলিশের মধ্যে। স্থানীয় পুলিশ কর্তা টিমোথি পিয়েরোত্তি বলেছেন, “গত কয়েকদিন ধরে গরচার সঙ্গে কাদের কথা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আগে থেকেই এই গুলির লড়াইয়ের পরিকল্পনা ছিল বলেই অনুমান। যে গাড়িতে চেপে করণবীর ঘটনাস্থলে এসেছিলেন, সেই গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হবে।”
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসেই করণবীর ও তাঁর এক সঙ্গীর বিরুদ্ধে সতর্কবাণী জারি করেছিল কানাডার পুলিশ। গ্যাংস্টারদের থেকে আমজনতাকে সাবধান করে পুলিশের তরফে বলা হয়, “এই দুই গ্যাংস্টারের নৃশংসতা ও সন্ত্রাসবাদী কার্যকলাপ সাধারণ মানুষের পক্ষে খুবই বিপজ্জনক। তাদের সঙ্গে যোগাযোগ রাখাও একেবারেই নিরাপদ নয় বলেই মনে করছে পুলিশ।” তবে কুখ্যাত গ্যাংস্টারের মৃত্যু কী করে হলে, পুলিশের কাছে এখনও তা স্পষ্ট নয়।