shono
Advertisement

নতুন নোট জাল করতে পারবে না পাকিস্তান, দাবি গোয়েন্দা সংস্থার

নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন নোটের বৈশিষ্টগুলি প্রকাশ্যে আনা হচ্ছে না৷ The post নতুন নোট জাল করতে পারবে না পাকিস্তান, দাবি গোয়েন্দা সংস্থার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:08 PM Nov 10, 2016Updated: 12:38 PM Nov 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস হানা ও কালো টাকা রুখতেই রাতারাতা সার্জিক্যাল স্ট্রাইক ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাজার থেকে উধাও হয়ে গিয়েছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট৷ পরিবর্তে আসছে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট৷ তবে পাক জঙ্গিরা কোনওভাবেই এই নতুন নোট জাল করতে পারবে না৷ ভারতীয় গোয়েন্দা সংস্থা তেমনটাই দাবি করছে৷

Advertisement

ভারতে অনুপ্রেবশকারী পাক জঙ্গিরা ভারতীয় জাল নোট তৈরি করে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাত৷ এবার আর সেই উপায় থাকছে না৷ কারণ নয়া নোটে এমন কিছু বৈশিষ্ট রয়েছে, যা জাল করা কার্যত অসম্ভব৷ এক সরকারি আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত ছ’মাস ধরে গোপনীয়তা বজায় রেখে নতুন নোট ছাপার কাজ চলছিল৷ গোয়েন্দা সংস্থা সেই নোটের ফিচারগুলি খতিয়ে দেখেছে৷ এবং তারপরই জানা গিয়েছে, নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট জাল করা মোটেই সহজ হবে না৷ যদিও নিরাপত্তার কথা মাথায় রেখে সেই সব ফিচারগুলি প্রকাশ্যে আনা হচ্ছে না৷

গোয়েন্দা সংস্থা এবং সরকারের তরফে জানা গিয়েছে, বহু দিন ধরে পাকিস্তানের পেশোয়ারে ভারতীয় জাল নোট ছাপার কাজ চলত৷ যেখানে ৫০০ ও ১০০০ টাকার নোটই বেশি ছাপা হত৷ আর আইএসআই, লস্কর-ই-তৈবার মতো পাক জঙ্গিগোষ্ঠীগুলি সেই জাল অর্থেই এই দেশ ভরিয়ে তুলছিল৷ সূত্রের খবর, জঙ্গিদের খরচের জন্য বছরে প্রায় ৭০ কোটি জাল টাকা ভারতে ঢুকত৷ পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ায় সেই পথ এবার বন্ধ হয়ে গেল৷

The post নতুন নোট জাল করতে পারবে না পাকিস্তান, দাবি গোয়েন্দা সংস্থার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement