সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের রাজধানীর যানজটের সমস্যা এড়াতে কয়েক বছর আগেই জোড়-বিজোড় সিস্টেম শুরু করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিষয়টি নিয়ে বিতর্ক হলেও অনেকেই এই পদ্ধতিকে সঠিক বলে দাবি করেছিলেন। ওই পদ্ধতি অনুযায়ী জোড় তারিখে জোড় সংখ্যার গাড়ি আর বিজোড় তারিখে বিজোড় সংখ্যার গাড়ি শহরে চলবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। কিন্তু, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও যে এই রকম নিয়ম মেনে চলা উচিত! তা কখনই বলেননি কোনও ডাক্তার। চিকিৎসকদের সেই না বলা কথাই এবার শোনা গেল মহারাষ্ট্রের এক জনপ্রিয় কীর্তনিয়ার গলায়। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই নেটদুনিয়ায় হাসির খোরাক হয়েছেন তিনি। অনেক নেটিজেনই তাঁকে নোবেল পুরস্কার দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। আবার কেউ কেউ তাঁর এই মন্তব্যকে সঠিক বলেই দাবি করেছেন।
সম্প্রতি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার একটি এলাকায় কীর্তনের আসরে যোগ দিয়েছিলেন রাজ্যের জনপ্রিয় কীর্তনিয়া ইন্দুরিকর মহারাজ। সেখানে গিয়েই পুত্র সন্তান জন্মানোর টোটকা দেন তিনি। বলেন, ‘যদি মহিলাদের সঙ্গে জোড় তারিখে সঙ্গম করা হয় তাহলে পুত্রসন্তানের জন্ম হবে। আর যদি বিজোড় তারিখে করা হয় তাহলে জন্ম নেবে কন্যা। আর অশুভ সময়ে সঙ্গমের ফলে জন্ম নেওয়া সন্তানের কারণে বদনাম হবে পরিবারের। আর কোনও কারণে শুভ সময়ে সঙ্গম না করলে জন্ম নেওয়া সন্তান হবে মধ্যমানের।’
[আরও পড়ুন: জেলে অত্যাচারের শিকার নির্ভয়ার ধর্ষক বিনয়, মামলার রায় পিছােল আদালত ]
ইন্দুরিকর মহারাজের এই অদ্ভুত প্রবচনের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই সমালোচনার ঝড় উঠে যায়। ক্ষোভ প্রকাশের পাশাপাশি তাঁকে কটাক্ষ করে বিভিন্ন মন্তব্য করেন নেটিজেনরা। বিষয়টি কানে যাওয়ার পরে নড়েচড়ে বসছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরাও। প্রি-কনসেপশন অ্যান্ড প্রি-নাটাল ডায়াগনস্টিক অ্যাক্ট (PCPNDT)-এর আওতায় ওই কীর্তনিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
[আরও পড়ুন: মহিলাকে আটকে রেখে লাগাতার ধর্ষণ, ফের কাঠগড়ায় উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক ]
The post ‘পুত্রসন্তান পেতে জোড় তারিখে সঙ্গম করুন’, আজব পরামর্শ মহারাষ্ট্রের কীর্তনিয়ার appeared first on Sangbad Pratidin.