shono
Advertisement

Breaking News

ভাইয়ের জবানবন্দিতে ভিভের ‘কিংবদন্তি’হয়ে ওঠার গল্প

ব্যাট হাতে তৎকালীন বোলারদের রাতের ঘুম উড়িয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি৷ কিন্তু অনেকেই হয়তো জানেন না, এককালে অ্যান্টিগা জাতীয় ফুটবল দলেও ফুটবলার হিসেবেও সমান দক্ষতা দেখিয়েছেন ভিভ৷ The post ভাইয়ের জবানবন্দিতে ভিভের ‘কিংবদন্তি’ হয়ে ওঠার গল্প appeared first on Sangbad Pratidin.
Posted: 11:38 PM Jul 26, 2016Updated: 06:08 PM Jul 26, 2016

দেবাশিস সেন, অ্যান্টিগা: “ভিভ যদি ক্রিকেটের বদলে ফুটবলটাকে বেছে নিত, তাহলে হয়তো আজ ও পেলে হত৷ আবার বাস্কেটবল খেললে মাইকেল জর্ডন হয়ে উঠতেও পারত৷” স্যর ভিভ রিচার্ডসের পরিশ্রম ও অধ্যাবসায়কে এভাবেই ব্যাখ্যা করলেন তাঁর ভাই মার্ভিন রিচার্ডস৷ তাঁর বিশ্বাস, কোনও বিষয়ের প্রতি ভালবাসাই ভিভকে জীবনে সাফল্য এনে দিয়েছে৷

Advertisement

ব্যাট হাতে তৎকালীন বোলারদের রাতের ঘুম উড়িয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি৷ কিন্তু অনেকেই হয়তো জানেন না, এককালে অ্যান্টিগা জাতীয় ফুটবল দলেও ফুটবলার হিসেবেও সমান দক্ষতা দেখিয়েছেন ভিভ৷ ক্রিকেট আর ফুটবলকে এতটাই ভালবাসতেন যে দু’টো খেলাই সমান তালে প্র্যাকটিস করে যেতেন৷ ছোটবেলার স্মৃতি ঘেঁটে ভাই মার্ভিন বলছিলেন, “বড় হওয়ার সঙ্গে সঙ্গে ভিভ ক্রিকেটটাকেই বেছে নিয়েছিল৷ রাতে ওকে ব্যাট সঙ্গে নিয়ে ঘুমোতে দেখেছি৷ এতটা ভালবাসা না থাকলে এমন বড়মাপের ক্রিকেটার হওয়া সম্ভব হত না৷ আর এই পরিশ্রমই ওকে যে কোনও খেলাতেই চূড়ান্ত সাফল্য এনে দিত৷”

তিনি বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের অন্যতম৷ তাঁর নামে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তৈরি হয়েছে স্টেডিয়ামও৷ তা সত্ত্বেও সেই পুরনো ছোট কটেজেই থাকে রিচার্ডস পরিবার৷ অ্যান্টিগায় থাকলে প্রতি সপ্তাহেই এই বাড়িতে ঘুরে যান ভিভ৷ তাঁর দাদা ডোনাল্ড বলছেন, “এত খ্যাতি ও সাফল্যের পরও ভিভ এতটুকু পাল্টাননি৷ এখনও তাঁর ফ্যানেরা অত্যন্ত সহজেই তাঁর সঙ্গে দেখা করতে পারেন, তাঁর সঙ্গে সেলফি তুলতে পারেন৷” স্মৃতির পাতা ঘেঁটে ভিভ সম্পর্কে নানা অজানা কথা জানালেন মার্ভিন৷ দেখে নিন সেই ভিডিও৷

The post ভাইয়ের জবানবন্দিতে ভিভের ‘কিংবদন্তি’ হয়ে ওঠার গল্প appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement