আলাপন সাহা: এক প্রান্তে কেকেআরের নেট চলছে। বাকি ইডেন তখন সাদা কভারে মোড়া। উইকেট আবার জোড়া কভার দিয়ে ঢাকা হয়েছে। আবহাওয়া রিপোর্ট বলছে, রবিবার সন্ধের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধে সাতটা থেকেই বৃষ্টির পূর্বাভাস আছে।
মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস আর কেকেআর মহাযুদ্ধের আগে আবহাওয়া দফরের এহেন পূর্বাভাস যে কোনও ক্রিকেট সংস্থার কর্তাদের প্রবল চিন্তার সাগরে ডুবিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। তবে দেখে শুনে মনে হল না সিএবি এতটুকু উদ্বিগ্ন। বরং কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে প্রচণ্ড আত্মবিশ্বাসী শোনাচ্ছিল। সাত বছর আগে ইডেন ভারত-পাক ম্যাচটাই তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে। সে’বার গোটা দিন জুড়ে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল, তাতে অন্য কোথাও হলে ম্যাচ আয়োজন সম্ভব হত কি না, তা নিয়ে তর্ক এখনও চলতেই পারে। কিন্তু ওই পরিমাণ বৃষ্টির পরও ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচ করতে কোনওরকম সমস্যা হয়নি। সুজন সেটা বলছিলেনও। তাঁর কথায়, ‘‘অত বৃষ্টির পরও যদি ওই ম্যাচ করা যায়, তাহলে এখন অসুবিধে হবে কেন!’’ তিনি আশ্বাস দিয়ে গেলেন, যদি ম্যাচের সময় বৃষ্টিও হয়, তাতেও চিন্তার কিছু নেই। বৃষ্টির থামার মিনিট চল্লিশেকের মধ্যে খেলা শুরু করতে কোনও অসুবিধে হবে না। তিনটে ‘সুপার সপার’ তৈরি থাকবে। তাছাড়া আইপিএলের (IPL) নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর করার জন্য রাত প্রায় এগারোটা পর্যন্ত অপেক্ষা করা যাবে। সাড়ে আটটার পর যদি কোনওভাবে খেলা শুরু হয়, তাহলেই ওভার কমবে। না হলে নয়।
[আরও পড়ুন: একসঙ্গে ৬০ পুরসভায় নিয়োগের দায়িত্বে অয়নের সংস্থা, নেপথ্যে কার হাতযশ? খুঁজছে CBI]
যদিও কেকেআরের যা অবস্থা এত সব নিয়ে অঙ্ক কষার মতো জায়গায় নেই চন্দ্রকান্ত পণ্ডিতের টিম। খেলা পুরো হোক কিংবা ওভার কমুক, জেতা ছাড়া অন্য কোনও বিকল্প নেই শাহরুখের (Shah Rukh Khan) টিমের কাছে। টানা তিনটে হার টিমকে চাপের ‘প্রেশাার কুকারে’ ঢুকিয়ে দিচ্ছে। বোলিং কোচ ভরত অরুণ চিন্তাক্লিষ্ট মুখেই বলে গেলেন, “পাওয়ার প্লে’তে আমাদের ব্যাটিং-বোলিং দুটোই খুব একটা ভাল হচ্ছে না। এই ব্যাপাারটা যদি আমরা ঠিকঠাক করে নিতে পারি, তাহলে হয়তো আর সমস্যা হবে না। আমরা বুঝতে পেরেছি কোথায় সমস্যা হচ্ছে। এই জায়গাগুলো যদি ঠিক করে নিতে পারি, আশা করি সমস্যা হবে না।”
[আরও পড়ুন: আইপিএলে ছক্কার রেকর্ড রোহিতের, লজ্জার নজির গড়ে কটাক্ষের শিকার অর্জুন]
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টিমে বেশ কয়েকটা বদল করেছিল কেকেআর। অনেকেই মনে করছেন টিম কম্বিনেশন এখনও ঠিকঠাক করতে পারেনি নাইট ম্যানেজমেন্ট। কেকেআরের বোলিং কোচ অবশ্য দাবি করে গেলেন, তারা বুঝতে পেরেছেন সঠিক কম্বিনেশন কোনটা। ভরত অরুণ বলে গেলেন, ‘‘এটা ঠিক যে আমরা বেশ কয়েকটা পরিস্থিতিতে নতুন নতুন কম্বিনেশন করেছিলাম। তবে এখন বুঝতে পেরেছি যে ঠিক কম্বিনেশন কী। আশা করি এই ম্যাচেই জয়ে ফিরব আমরা।’’
পরিসংখ্যান বলছে, চেন্নাইয়ের বিরুদ্ধে কেকেআরের (KKR) রেকর্ড খুব একটা ইতিবাচক নয়। ইডেনে সেটা বদলে আন্দ্রে রাসেলরা জয়ে ফিরতে পারেন কি না, সেটাই এখন দেখার।