সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “এই সমর্থকদের জন্যই আবার মাঠে নামতে চাই। এত সমর্থন করে, ওদেরও তো কিছু ফিরিয়ে দেওয়ার আছে।” গত মরশুমে পঞ্চমবার আইপিএল জয়ের পর একথাই শোনা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির মুখে। তাঁর মন্তব্যেই ইঙ্গিত মিলেছিল যে আরও একটা মরশুম হয়তো ক্যাপ্টেন কুলকে দেখা যাবে চেন্নাইয়ের জার্সিতে। রবিবার তাতেই পড়ল সিলমোহর। আগামী আইপিএলে ফের তিনিই অধিনায়ক।
২০২২ আইপিএলে ধোনি জানিয়েছিলেন, চেন্নাইয়ের হয়েই খেলবেন। তবে অধিনায়ক হিসেবে নয়। ব্যাটন তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজার হাতে। কিন্তু তারকা অলরাউন্ডারের নেতৃত্বে চূড়ান্ত ব্যর্থ হয় সিএসকে। আবারও নেতৃত্বের দায়িত্ব পালন করতে হয় ধোনিকেই। গতবার ফ্র্যাঞ্চাইজি আর অধিনায়কত্ব নিয়ে কোনও ঝুঁকি নেয়নি। সাফ জানানো হয়েছিল, দলে ক্যাপ্টেন কুল থাকতে আর কাউকে নেতা হিসেবে ভাবার প্রশ্নই ওঠে না। যার ফল মিলেছিল হাতেনাতে। পঞ্চমবার দলকে চ্যাম্পিয়ন করেন ধোনি। আর এদিন আইপিএলের ট্রেড উইনডো শেষে চেন্নাইয়ের ঘোষণা, আরও একবার দলের নেতা থালাইভা।
[আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে ভুয়ো শংসাপত্রের রমরমা! পুলিশের দ্বারস্থ বনগাঁর পুরপ্রধান]
গতবার পায়ে চোট নিয়েও ১৬টি ম্যাচ খেলেছিলেন ধোনি। পরে সেই চোটে অস্ত্রোপচারও হয়। এখন তিনি ফিট। আবারও স্বমহিমায় ধরা দিতে প্রস্তুত তিনি। তাঁর হাত ধরে ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা শুরু সমর্থকদের।
এদিকে এদিন চেন্নাই সুপার কিংস ছেড়ে দিল বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াস, অম্বতি রায়ড়ু, সিসান্দা মাগালা, কাইল জেমিসন, ভগত বর্মা, সুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিংকে। এখন তাদের হাতে রইল ৩২.১ কোটি টাকা। তারা মিনি নিলামে ঝড় তুলবে সন্দেহ নেই।