সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল-এর আগামী মরশুমে অধিনায়ক হিসেবে আর দেখা যাবে না বিরাট কোহলিকে? কী এমন ঘটনা ঘটল যে ভারত অধিনায়ককে নিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর?
২০০৮ সালে আইপিএল-এর প্রথম মরশুম থেকেই আরসিবির জার্সি গায়ে খেলছেন বিরাট। আর গত ছ’বছর ধরে দলকে নেতৃত্বে দিচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত কাপ অধরা। গৌতম গম্ভীর, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির মতো ভারতীয় দলের সতীর্থরা একাধিকবার চ্যাম্পিয়ন হলেও এ সাধ থেকে এখনও বঞ্চিত বিরাটের আরসিবি। তবে কি সে কারণেই তাঁকে অধিনায়কের পদ থেকে সরানোর সিদ্ধান্ত? বিভিন্ন মিডিয়া রিপোর্টের খবর অনুযায়ী, বিরাটের বদলে এবি ডিভিলিয়ার্সকে নেতা করার পথে আরসিবি। তাঁর মগজাস্ত্রেই এবার ভরসা রাখতে চাইছে ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি দলের হেডস্যরের পদ থেকে সরানো হয়েছে ড্যানিয়েল ভেত্তোরিকে। তাঁর পরিবর্তে দায়িত্ব পেয়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেন। পাশাপাশি ব্যাটিং এবং ফিল্ডিং কোচ ট্রেন্ট উডহিল এবং বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেও রাখছে না তারা। আর সেই কারণেই আরও উসকে গিয়েছে জল্পনা।
[আট বছরের সম্পর্কে ইতি, আইএসএল থেকে সরে দাঁড়াল আইএমজি]
ব্যাপারটা কী? ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক হারের পর প্রশ্ন উঠেছিল জাতীয় দলে বিরাটের অধিনায়কত্ব নিয়ে। এবার কি তবে আইপিএল দলের ব্যাটনও তুলে দিতে হবে অন্যের হাতে? উত্তর দিলেন আরসিবি-র কর্তারা। সমস্ত খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে আরসিবি-র তরফে জানিয়ে দেওয়া হয়, এমন কোনও সিদ্ধান্ত নেয়নি দল। আগামী মরশুমেও নেতা হিসেবে দেখা যাবে বিরাটকেই। তাই গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই বলেও সাফ জানিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। সুরেশ রায়নার পর আইপিএল-এর দ্বিতীয় সর্বোচ্চ রানপ্রাপক কোহলি। ১৬৩টি ম্যাচে ৪৯৪৮ রানের মালিক বিরাট। টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটসম্যানই যে নেতা থাকছেন, সে কথা স্পষ্ট করে দিয়েছে আরসিবি।
[ব্যাটিং নয়, ওভাল টেস্টের দ্বিতীয় দিন ভারতকে ডোবালেন বোলাররাই]
The post OMG! আরসিবি-র নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল বিরাটকে! appeared first on Sangbad Pratidin.