সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিকঠাক ইংরেজি বলতে পারেন না। কিংবা হাবভাব-চেহারায় কেতাদুরস্ত ছাপ নেই। তাই মা-বাবাদের নিয়ে আমরা অনেক সময়েই বাইরের দুনিয়ার সামনে সংকোচ বোধ করি। তবে মা-বাবাদের নিয়ে আমরা গুটিয়ে থাকলেও সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য তাঁরা কিন্তু রাত-দিন এক করে খাটেন। কারণ একটাই, সন্তান যেন থাকে ‘দুধে-ভাতে’। তারা যাতে ভাল স্কুল-কলেজে পড়তে পারে। “গায়ের রক্ত বিক্রি করে হলেও পড়াব…” এই কথাগুলো বোধহয় খুব একটা অচেনা নয়! তবে মা-বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক যে সবসময়েই মধুর, তা কিন্তু নয়! প্রত্যেক সম্পর্কের মতো এক্ষেত্রেও ওঠাপড়া লেগেই থাকে। সেরকমই এক বাবা-মেয়ের সম্পর্কের গল্প ‘আংরেজি মিডিয়াম’। অভিনেতা ইরফান খানের আবেগঘন বার্তার পর বৃহস্পতিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
পড়াশোনায় বেশ ভাল তারিকা বনশল। ইচ্ছে বিদেশে পড়ার। মা হারা মেয়ে। অতঃপর মেয়ের সব আবদার মেটাতে বাবাও প্রাণপণ চেষ্টা করে। কিন্তু এবার মেয়ের লন্ডনে পড়ার দাবি মেটাতে গিয়েই হিমশিম খেতে হয় ঘসিটেরাম ওরফে ইরফান খানকে। ইংরেজি না জেনে বিদেশ-বিভুঁইয়ে যাত্রা, মেয়েকে নামজাদা বিশ্ববিদ্যালয়ে ভরতি করানো… সবকিছুই জীবনের কঠিন চ্যালেঞ্জের মতো ঠেকে ইরফানের কাছে। কিন্তু হাল ছাড়ে না সেই বাবা। এরকমই এক বাবা-মেয়ের আবেগঘন, মিষ্টি সম্পর্কের গল্পের ঝলক মিলল ‘আংরেজি মিডিয়াম’-এর ট্রেলারে। ছবিতে ইরফানের নাম মিস্টার চম্পকজি। দোকানের নাম ঘসিটেরাম মিস্টান্ন ভাণ্ডার। আদতে উদয়পুরের বাসিন্দা ঘসিটেরাম।
[আরও পড়ুন: ‘আমার জন্য অপেক্ষা করুন’ ‘আংরেজি মিডিয়াম’ মুক্তির প্রাক্কালে আবেগঘন বার্তা ইরফানের]
ইরফান খানের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন করিনা কাপুর খান, রাধিকা মদন, দীপক ডোব্রিয়াল, ডিম্পল কাপাডিয়া এবং কমেডিয়ান কিকু শারদা। এই ছবিতে যেমন আবেগ-অনুভূতি রয়েছে, সেরকমই এই ছবি দেখে হাসতে হাসতে দর্শকদের পেটে খিল ধরতেও বাধ্য! ট্রেলারেই মিলল সেই দুষ্টু-মিষ্টি গল্পের ইঙ্গিত। গতকাল অর্থাৎ বুধবারই ‘আংরেজি মিডিয়াম’-এর ট্রেলার মুক্তির আগে এক আবেগঘন বার্তা দিয়েছেন ইরফান। ছবিটা দেখার জন্য সবাইকে আরজিও জানিয়েছেন।
দেখুন ট্রেলার
[আরও পড়ুন: বোরখা পরা নিয়ে রহমান-কন্যাকে খোঁচা, মৌলবাদীদের কটাক্ষের শিকার তসলিমা ]
The post ইংরেজির ফাঁদে ইরফান, ‘আংরেজি মিডিয়াম’-এর ট্রেলারে উঠে এল বাবা-মেয়ের মিষ্টি সম্পর্ক appeared first on Sangbad Pratidin.