shono
Advertisement
Kanwal Aftab

ব্যক্তিগত ভিডিও ফাঁস! সাইবার অপরাধের শিকার পাকিস্তানি ইনফ্লুয়েন্সার?

২৬ বছরের সোশাল মিডিয়া স্টার লাহোরের বাসিন্দা।
Published By: Suparna MajumderPosted: 02:56 PM Nov 27, 2024Updated: 04:53 PM Nov 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইবার অপরাধের শিকার পাকিস্তানি সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কনওয়াল আফতাব। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর 'ব্যক্তিগত ভিডিও'। এমনই অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তোলপাড় নেটদুনিয়া। চল্লিশ লক্ষেরও বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে কনওয়ালের। অনেকেই চিন্তা জাহির করেছেন।

Advertisement

২৬ বছরের সোশাল মিডিয়া স্টার লাহোরের বাসিন্দা। সোশাল মিডিয়ায় অনুরাগীদের জন্য নানা ছবি ও ভিডিও শেয়ার করেন। তার মধ্যে যেমন সৌন্দর্য, জীবন ও পরিবার সংক্রান্ত নানা পরামর্শ থাকে, তেমনই থাকে সমসাময়িক বিষয় নিয়ে মতামত। পাকিস্তানেরই আরেক সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জুলকারনায়েন সিকন্দরকে বিয়ে করেছেন কনওয়াল। ছোট্ট এক শিশুকন্যা রয়েছে তাঁদের।

 

শোনা যাচ্ছে, যে ভিডিও ও ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা অত্যন্ত কুরুচিকর। অভিযোগ, কেউ ছবি-ভিডিও এডিট করে বিষয়টি ছড়িয়েছে। শুধু কনওয়ালই নন, সাম্প্রতিক কালে পাকিস্তানের একাধিক তারকা সাইবার অপরাধের শিকার হয়েছেন। এই তালিকায় রয়েছেন মাথিরা খান, মীনাহিল মালিক, ইমশা রহমান। পাক টেলিভিশনের সঞ্চালিকা তথা ইনফ্লুয়েন্সার মাথিরার ঘটনাটি গত সপ্তাহেই ঘটেছিল। তাঁর ফটোশপ করা ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন মাথিরা।

পাক ইনফ্লুয়েন্সার মীনাহিল মালিক, ইমশা রহমানের ক্ষেত্রে বিষয়টি আরও বিপজ্জনক হয়েছে। দুজনের আপত্তিকর ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনার পর নাকি ইমশা নিজের সোশাল মিডিয়া প্রোফাইল নিষ্ক্রিয় করে দেন। কেন বারবার পাক ইনফ্লুয়েন্সাররা সাইবার অপরাধের শিকার হচ্ছেন? সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিয়েও চিন্তা জাহির করেছেন অনেকে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শোনা যাচ্ছে, যে ভিডিও ও ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা অত্যন্ত কুরুচিকর।
  • অভিযোগ, কেউ ছবি-ভিডিও এডিট করে বিষয়টি ছড়িয়েছে।
Advertisement