সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মরশুমে যুবভারতী মানেই হয়ে উঠেছে এটিকের দুঃস্বপ্নের মঞ্চ। যেখানে হোম টিমের জন্য জুটছে শুধু ব্যর্থতা। পরিসংখ্যানেই পরিষ্কার ঘরের মাঠে এটিকে ঠিক কতটা ব্যর্থ। এখনও পর্যন্ত চারটে হোম ম্যাচ খেলেছে এটিকে। যার মধ্যে তিনটে হার।
শনিবার ফের এটিকের যুদ্ধের প্রেক্ষাপট যুবভারতী। যাদের সামনে এফসি পুণে সিটি। এমন একটা টিম যারা এখনও জয়ের মুখ দেখেনি আইএসএলে। তবে পুণে সিটি ম্যাচকেই আবার ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসাবে দেখছেন এটিকের ব্রিটিশ কোচ স্টিভ কপেল। সাংবাদিক সম্মেলনে তখন তাঁর চোখে-মুখে চিন্তার ছাপ স্পষ্ট। যিনি বললেন, “বেঙ্গালুরুর বিরুদ্ধে আমরা খারাপ খেলিনি। দিনের শেষে হারতে হল। কিন্তু হাফটাইম পর্যন্ত যদি আমরা লিডটা ধরে রাখতাম তাহলে হয়তো ম্যাচের ফল অন্য হতে পারত। যাই হোক পুণের বিরুদ্ধে আমাদের জিততে হবে। আমরা তৈরি সেই চ্যালেঞ্জ নিতে।”
[বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়ে নজির হরমনপ্রীতের, প্রশংসায় পঞ্চমুখ রোহিত]
তবে এটিকে শিবিরে এখন টেনশনের চোরাস্রোতের নাম কালু উচে। বেঙ্গালুরু ম্যাচে যিনি কোয়াডরিসেপস মাসলে চোট পান। এমআরই-র পরে আবার ধরা পড়ে গ্রেড থ্রি টিয়ার হয়েছে। কপেলের মতে কালুর চোট তাঁর দলের জন্য বড় ধাক্কা। “বার্সেলোনায় ফিরে গিয়েছে কালু। ওখানেই ওর চিকিৎসা চলবে। জানুয়ারির আগে ওকে পাব না। ওর জায়গায় ফুটবলার নেওয়ার আবেদন জানিয়েছি। সংগঠকরা জানিয়েছে নেওয়া সম্ভব। কিন্তু পরিবর্ত খোঁজা এই সময়ে একটু হলেও মুশকিল। দেখা যাক কী হয়। ওকে ছেড়ে অবশ্যই কিছু বদল আনার কথা ভাবতে হবে। আমাদের বলবন্ত বা এভার্টন আছে। যারা অনেক পজিশনে খেলতে পারে। কিন্তু কালুকে হারানো বড় ধাক্কা।” বলেন এটিকে কোচ। এটিকের আসল সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেট পিস। এই পরিস্থিতি থেকেই সবচেয়ে বেশি গোল খাচ্ছে কপেলের দল। ফলে ম্যাচের আগে ফুটবলারদের সতর্ক করেছেন ব্রিটিশ কোচ। জানিয়ে দিয়েছেন পেনাল্টি বক্সের আশেপাশে যাতে তারা অযথা বেশি ফাউল না করে।
পুণে সিটিও কম সমস্যায় নেই। শেষ ম্যাচে লাল কার্ড দেখায় দলের সেরা ফরোয়ার্ড মার্সেলিনহো খেলতে পারবেন না। দিয়েগো কার্লোসের সাসপেনশন। মার্কো স্ট্যাঙ্কোভিচও অনিশ্চিত। খারাপ ফলের জেরে মিগেল অ্যাঞ্জেল পর্তুগালকে বরখাস্ত করার পর অন্তর্বর্তী কোচ প্রদ্যুম রেড্ডি। তার উপর এখনও কোনও জয়ও নেই। কপেল তাতেও হালকাভাবে নিচ্ছেন না পুণেকে। যাঁর ইচ্ছা, শনিবার পারফেক্ট ফুটবল উপহার দিক এটিকে। “দেখুন ইপিএলে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি ৬-১ জিতল সাউদ্যাম্পটনের বিরুদ্ধে। তাতেও পেপ সাংবাদিক সম্মেলনে বলেছিল আরও গোল করতে পারত দল। বুঝতেই পারছেন ফুটবল মানেই কোচের লক্ষ্য থাকে দলের পারফেকশন,” বলছেন এটিকের ব্রিটিশ কোচ।
[বিরাটের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, পাশে দাঁড়ালেন কাইফ]
The post যুবভারতীতে আজ পুণের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া এটিকে appeared first on Sangbad Pratidin.