shono
Advertisement

৫ হাজার ডলারের টোপ! ভারতীয় গোয়েন্দাদের গোপন তথ্য চাইছে আইএস

এলাহাবাদের যুবকের দেওয়া তথ্যে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের৷ The post ৫ হাজার ডলারের টোপ! ভারতীয় গোয়েন্দাদের গোপন তথ্য চাইছে আইএস appeared first on Sangbad Pratidin.
Posted: 04:11 PM Jul 01, 2018Updated: 04:41 PM Jul 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের অন্দরের অনেকদিন ধরেই জেহাদের বিষ বাষ্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে আইএস৷ ভারতীয় গোয়েন্দাদের তৎপরতায় যা অনেকটাই প্রতিহত করা গিয়েছে৷ তবে এবার সরাসরি সেই ভারতীয় গোয়েন্দা সংস্থাকেই টার্গেট করল জঙ্গি সংগঠনটি৷ সম্প্রতি গোয়েন্দাদের হাতে এসেছে একটি চাঞ্চল্যকর রিপোর্ট৷ সেখান থেকেই স্পষ্ট হয়েছে, কোন পথে ভারতীয় গোয়েন্দা দপ্তরের অন্দরের নিজেদের চর ঢুকিয়ে দিতে চাইছে আইএস৷

Advertisement

[টার্গেট সাধারণ নির্বাচন, বিরোধীদের মোকাবিলায় অমিতের অস্ত্র ২২ দফা কৌশল]

ভারতে জেহাদকে ছড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে জঙ্গি সংগঠন আইএস৷ গত কয়েক বছরে ভারত থেকে বহু যুবক সিরিয়া বা ইরাকে গিয়ে আইএসে যোগদান করেছে৷ এমনকি দেশের অন্দরেও তাদের রিক্রুটারদের ছড়িয়ে দিয়েছে আইএস৷ তারা থাবা বসিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ মূলত যুব সমাজকে টার্গেট করছে আইএসের রিক্রুটাররা৷ প্রাথমিক ভাব জমানোর পরেই শুরু করছে তাদের মগজধোলাই৷ সম্প্রতি গোয়েন্দার জানতে পেরেছেন, অর্থের বিনিময়ে ভারতের গোয়েন্দা দপ্তরে চর ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করেছে জঙ্গি সংগঠনটি৷ বিষয়টি প্রথম পুলিশের নজরে আনে এলাহাবাদের এক যুবক৷ পুলিশের কাছে সে অভিযোগ জানায়, হঠাৎই তাঁকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপে যুক্ত করা হয়েছিল৷ যে গ্রুপের প্রোফাইল পিকচারে ছিল আইএসের পতাকা৷ সেখানে তাঁদেরকে মগজধোলাই করা হচ্ছিল জেহাদি শিক্ষায়৷ তাঁদের বলা হচ্ছিল, ভারতীয় গোয়েন্দা সংস্থার গোপন খবর পাচার করতে৷ প্রলোভন দেখানো হচ্ছিল পাঁচ হাজার ডলারের৷

[মেয়াদ শেষ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের, পদ দখলে তৎপর বিরোধী শিবির]

এলাহাবাদ পুলিশের প্রধান ব্রজেশ শ্রীবাস্তব জানান, শুক্রবার যুবকটিকে হোয়াটসঅ্যাপে ওই গ্রুপটিতে যু্ক্ত করা হয়েছিল৷ আইএসের লোগো দেখেই সে গ্রুপটি থেকে বেরিয়ে আসে৷ কিন্তু কানাডা নিবাসী গ্রুপ অ্যাডমিন তাঁকে ব্যক্তিগত চ্যাটে প্রস্তাব দেয়, টাকার বিনিময়ে ভারতীয় গোয়েন্দা দপ্তরের তথ্য পাচার করার৷ ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷ পুলিশই ঘটনাটি জানায় গোয়েন্দা দপ্তরে৷ তদন্ত শুরু করেছে গোয়েন্দা ও সাইবার দপ্তরের অফিসাররাও৷ প্রসঙ্গত, এর আগে ২০১৫-তে মোট চারজন যুবককে আটক করেছিল পুলিশ৷ তাঁদের মধ্যে দু’জন ছিলেন কেরলের ও বাকি দু’জন অন্যান্য দলের৷ এদের সঙ্গেও এমন ভাবেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগসূত্র গড়ে উঠেছিল আইএসের৷

The post ৫ হাজার ডলারের টোপ! ভারতীয় গোয়েন্দাদের গোপন তথ্য চাইছে আইএস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement