সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র এক সপ্তাহ আগেই নিকেশ হয়েছে হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লা। এবার তার উত্তরসূরিকে নিশানা করল ইজরায়েল। জানা গিয়েছে, নাসরাল্লার তুতো ভাই হাশেম সফিউদ্দিনকে লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আভিভ। তবে হেজবোল্লার সম্ভাব্য প্রধান হাশেমের মৃত্যু হয়েছে কিনা, সেই নিয়ে এখনও স্পষ্ট কিছু খবর মেলেনি। উল্লেখ্য, নাসরাল্লার মৃত্যুর পরেই শোনা যায় যে পরবর্তী প্রধান হিসাবে হাশেমকে বেছে নিতে চলেছে হেজবোল্লা।
গত শনিবার ইজরায়েল ডিফেন্স ফোর্সের তরফে জানানো হয়, বেইরুটে হেজবোল্লার সদর দপ্তরে হামলা চালিয়েছে তারা। সেখানেই নাসরাল্লার মৃত্যু হয়েছে। একই দিনে সকালে নাসরাল্লার কন্যার মৃত্যুর খবর মেলে। তবে নাসরাল্লাকে নিকেশ করার পরেও বেইরুটে লাগাতার হামলা চালিয়ে যায় ইজরায়েলি ফৌজ। এমনকি, লেবাননের দক্ষিণ সীমান্ত পেরিয়েও ঢুকে পড়েছে তারা।
এহেন পরিস্থিতিতে খবর মেলে, এবার নাসরাল্লার উত্তরসূরিকে নিকেশ করতে উঠেপড়ে লেগেছে ইজরায়েল। গত বুধবার রাত থেকে বেইরুটে বিমান হানা চালিয়েছে ফৌজ। তাদের মূল নিশানা হাশেম সফিউদ্দিন। ঘটনার সময়ে তিনি হেজবোল্লার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন। তবে ইজরায়েলি হানায় হাশেমের মৃত্যু হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। তেল আভিভ বা হেজবোল্লার তরফে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি সরকারিভাবে।
প্রসঙ্গত, গত ৩২ বছর ধরে হেজবুল্লার একনিষ্ঠ সদস্য হাশেম। ২০১৭ সালে হাশেমকে কুখ্যাত জঙ্গি ঘোষণা করে আমেরিকা। সে মূলত হেজবুল্লার বৈদেশিক কার্যকলাপের নেতৃত্বে দিত। জিহাদ কাউন্সিলের অন্যতম সদস্যও বটে। জিনাব সোলেইমানির শ্বশুর হিসেবে ইরানের সরকারের সঙ্গেও তার সম্পর্ক গভীর। আমেরিকার পাশাপাশি সৌদি সরকারের কালো তালিকাতেও রয়েছে এই হাশেম।