সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কার ১৫ মিনিট। চাঁদে পা ফেলার অন্তিম ১৫টা মিনিটই ছিল সবচেয়ে চ্যালেঞ্জের। আর সেই আশঙ্কাই শেষমেশ সত্যি হল। চাঁদের পিঠে পা রাখার থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকাকালীনই হারিয়ে গেল ল্যান্ডার বিক্রম। কোনওভাবেই আর যোগাযোগ করা গেল না তার সঙ্গে। ইসরোজুড়ে তখন শ্মশানের নিস্তব্ধতা। কথা বলতে গিয়ে গলা ধরে আসছে ইসরো প্রধান কে সিভনের। মাথা নিচু করে বসে রয়েছেন চন্দ্রযান ২-এর সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা। গত কয়েক বছরের পরিশ্রম, স্বপ্ন, আশা, পরিকল্পনা, গবেষণায় ইতি টেনে দিল সেই ১৫ মিনিট। রাত ৩টে বেজে ১০ মিনিট নাগাদ ইসরোর বিজ্ঞানীরা জানিয়ে দিলেন, যে সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে।
রাত তখন ২.১৬ মিনিট। বেঙ্গালুরুর ইসরোর দপ্তর থেকে শিবন জানালেন, পরিকল্পনা অনুযায়ীই এগিয়েছে ল্যান্ডার বিক্রম। চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার আগে পর্যন্ত স্বাভাবিকভাবেই পারফর্ম করেছে সে। তারপরই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এরপর অনেকখানি সময় অতিবাহিত হয়ে গেলেও ইতিবাচক কোনও উত্তর মেলেনি। ভোররাতে একপ্রকার নিশ্চিত হয়ে যায়, ইজরায়েলের পর ব্যর্থ ভারতের মিশন চন্দ্রযান ২। একরাশ হতাশা যেন গ্রাস করেছে বিজ্ঞানীদের।
[আরও পড়ুন: ‘আপনারা সফল’, ইসরোর হতাশ বিজ্ঞানীদের নিয়ে গর্বিত গোটা দেশ]
শনিবার সকালে ভাষণের পর যখন ইরসো থেকে বেরিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তখন আর নিজের হতাশা এবং আবেগকে চেপে রাখতে পারলেন না কে শিবন। মোদির কাঁধে মাথা রেখে ডুকরে কেঁদে ফেললেন। তিনিও যে রক্ত-মাংসের মানুষ। ব্যর্থতায় বুকের ভিতরটা খালি হয়ে যায় তাঁরও। শুধু তো তাঁর নয়, এ মিশনে ব্যর্থ হওয়ার অর্থ গোটা দেশের ব্যর্থতা। ভেঙে পড়া শিবনকে সামলে নেন মোদি। তাঁকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে সান্ত্বনা দিতে থাকলেন মোদি। যে দৃশ্যের ভিডিও দেখে চোখের কোণে জল দেশবাসীর। ইসরোর বিজ্ঞানীদের আশাহত না হওয়ার বার্তাও দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। মোদির মতোই ইসরোর বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। বিজ্ঞানীরা যতদূর এগোতে পেরেছেন, তার জন্যই গর্বিত প্রত্যেকে। ৯৫ শতাংশ সফল হয়েছে এই মিশন।
ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং বলেন, “ভারত ও ভারতের বিজ্ঞানীদের জন্য আমরা গর্বিত। শেষ মুহূর্তে চন্দ্রযান ২ বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। কিন্তু যে সাহস আর পরিশ্রমের পরিচয় দিয়েছেন বিজ্ঞানীরা, তা নিঃসন্দেহে ঐতিহাসিক। নরেন্দ্র মোদি কে জানি, তাই বলছি। ইসরো একদিন এই মিশনে সফল হবেই।”
[আরও পড়ুন: ‘চলার পথে বাধা আসেই, তবে চাঁদকে ছোঁয়ার ইচ্ছা আরও বাড়ল’, বিজ্ঞানীদের পাশে মোদি]
The post ল্যান্ডার বিক্রম নিখোঁজ হওয়ার পর কী জানিয়েছিলেন ইসরো প্রধান? appeared first on Sangbad Pratidin.