সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিরডির সাইবাবার ভক্তকুল গোটা বিশ্ব জোড়া। ভক্তদের ভালবাসায় উপচে পড়ছে শিরডির মন্দির। বিভিন্ন সময়ে ভক্তদের দানে ঐশ্বর্য বেড়েছে মহারাষ্ট্রের এই মন্দিরের। সেই দালে রয়েছে সোনা-দানা, হিরে-জহরত। প্রণামী তো রয়েইছে। তবে এবার এক বিদেশিনী ভক্ত মহামূল্যবান সোনার মুকুট দান করলেন সাইবাবাকে। ৮৫৫ গ্রাম সোনার তৈরি ওই মুকুটের দাম আনুমানিক ২৮ লক্ষ টাকা। ৭২ বছরের বৃদ্ধা সেলিনি ডলোরাস ইতালির নাগরিক হলেও মনে-প্রাণে তিনি সাইবাবার অন্ধভক্ত। গত নয় বছর ধরে সাইবাবাই তাঁর ধ্যান-জ্ঞান। আর নয় বছরে ধরেই প্রতি মাসে তিনি একবার করে মন্দিরে আসেন সাই দর্শনে।
এর আগে সোনায় মোড়া দুটি রূদ্রাক্ষ দান করেছিলেন সেলিনি। যার মূল্য ছিল ২৫ লক্ষ টাকা। শিরডির শ্রী সাইবাবা সংস্থানের ট্রাস্টি শচীন তাম্বে জানিয়েছেন, ওই মনিমুক্তো খচিত মুকুটটি বৃহস্পতিবারই দান করেছেন সেলিনি ওরফে সাই দুর্গা। সেলিনি জানিয়েছেন, ইতালিতে সাইবাবার জন্য একটি বিরাট মন্দির গড়ার ইচ্ছা তাঁর। বৃহস্পতিবার সাইবাবার বিগ্রহের পায়ে সেই মন্দিরের নকশা অর্পণ করেছেন সেলিনি।
The post সাইবাবাকে ২৮ লক্ষ টাকার সোনার মুকুট দান করলেন ইতালীয় বৃদ্ধা appeared first on Sangbad Pratidin.