দীপঙ্কর মণ্ডল: নন্দীগ্রামে (Nandigram) রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কার্যালয়ে পুলিশ হামলার অভিযোগ। সেই ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।
রবিবার ধনকড় টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন মহিলা পুলিশ কর্মী নিয়ে এক অফিসার কার্যালয়ে গিয়েছেন। অন্য একজন ভিডিওগ্রাফি করছেন।” ওই টুইটেই রাজ্যপাল জানিয়েছেন, শুভেন্দু তাঁকে পুলিশি হামলার অভিযোগ জানিয়েছেন। এরপরই মুখ্যসচিবের কাছে এই ঘটনার রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল।
[আরও পড়ুন: ‘BJP’র সংগঠন ঢাল-তলোয়ারহীন নিধিরাম সরদার’, নাড্ডার সঙ্গে সাক্ষাতের আগে তোপ অর্জুনের]
তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এ প্রসঙ্গে বলেন, “রাজ্যপাল এবং শুভেন্দু জুটি বেঁধেছেন। তাঁরা প্রশাসনের দখল নেওয়ার চেষ্টা করছেন। আসলে শুভেন্দুর বরাবর ছিঁচকাঁদুনে স্বভাব। এখন অমিত শাহ তাঁর কথা শুনছেন না। তাই রাজ্যপালের কাছে নালিশ করছেন। এসব দেখেই বাংলার মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”