shono
Advertisement

Breaking News

শিক্ষা প্রতিষ্ঠানে গীতা-রামায়ণ নয়, নির্দেশিকা বাতিল কাশ্মীর সরকারের

সমালোচনার জেরেই বাতিলের সিদ্ধান্ত, প্রশ্ন রাজনৈতিক মহলে৷ The post শিক্ষা প্রতিষ্ঠানে গীতা-রামায়ণ নয়, নির্দেশিকা বাতিল কাশ্মীর সরকারের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:50 PM Oct 23, 2018Updated: 07:53 PM Oct 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাপের মুখে নতিস্বীকার! স্কুল-কলেজের লাইব্রেরিতে উর্দু ভাষায় রচিত গীতা ও রামায়ণ রাখার নির্দেশ দিয়েও পিছিয়ে এলো জম্মু-কাশ্মীর সরকার। সোমবার যে নির্দেশিকা জারি করেছিল প্রশাসন, সমালোচনার মুখে পড়ে মঙ্গলবারই সেই নির্দেশিকা বাতিল করল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যটির শিক্ষা দপ্তর।

Advertisement

[এ সপ্তাহেই ট্রায়ালে নামছে পুরোপুরি ‘মেড ইন ইন্ডিয়া’ বিনা ইঞ্জিনের ট্রেন]

সোমবার জম্মু-কাশ্মীর সরকার একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, রাজ্যের প্রতিটি স্কুল, কলেজ ও সরকারি লাইব্রেরিতে উর্দু ভাষায় রচিত রামায়ণ ও গীতা রাখতে হবে। এই বিশেষ উদ্যোগে সাহায্য করবে জম্মু-কাশ্মীর সরকার। সেজন্য রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর এবং গ্রন্থাগার ও সংস্কৃতি দপ্তরের উর্দু ভাষায় রচিত রামায়ণ ও গীতা কিনবে৷ এই নির্দেশিকা জারির পর থেকেই বিতর্ক মাথাচাড়া দেয়৷ জম্মু-কাশ্মীরের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যের সরকারি স্কুল-কলেজে গীতা ও রামায়ণ রাখা বাধ্যতামূলক করায় সমালোচনা করেন ওমর আবদুল্লা৷ তাঁর অভিযোগ, এই নির্দেশিকার মাধ্যমে অন্যান্য ধর্মগুলিকে ছোট করতে চাইছে সরকার৷ টুইট বার্তায় নিজের ক্ষোভ উগড়ে সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷

[‘রক্তমাখা স্যানিটারি ন্যাপকিন নিয়ে প্রবেশ করলে অপবিত্র হয় মন্দির’]

ওমরের সমালোচনার পর মঙ্গলবার হঠাৎ করেই সেই নির্দেশিকা তুলে নিল জম্মু ও কাশ্মীরে প্রশাসন। নির্দেশিকা বাতিলের কথা ঘোষণা করেন সেরাজ্যের মুখ্য সচিব৷ আরও একটি নির্দেশিকায় তিনি জানান, স্কুল-কলেজে গীতা-রামায়ণ রাখার সার্কুলেশন তুলে নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের এই নির্দেশিকার সমালোচনা করেন কংগ্রেস নেতা গুলাম আলি আজাদও৷ তিনি বলেন, জম্মু-কাশ্মীরে সাম্প্রদায়িকতার স্থান নেই। সেই কারণেই, এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হল সরকারকে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি৷

The post শিক্ষা প্রতিষ্ঠানে গীতা-রামায়ণ নয়, নির্দেশিকা বাতিল কাশ্মীর সরকারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement