সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের আইপিএলে সঞ্চালিকা হিসেবে প্রত্যাবর্তন ঘটেছে সঞ্জনা গনেশনের। সঞ্চালিকা হিসেবে তাঁর প্রত্যাবর্তন দেখে রোমাঞ্চিত স্বামী জশপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। সোশাল মিডিয়ায় স্ত্রীর প্রশংসা করেন ভারতের তারকা পেসার।
মহিলাদের আইপিএলের উদ্বোধন হয় শুক্রবার। অঞ্জুম চোপড়া, মেল জোন্স এবং নাতালি জারমানোসের সঙ্গে রয়েছেন সঞ্জনা গনেশন (Sanjana Ganesan)।
Advertisement
[আরও পড়ুন: মানসিক দিক থেকে বিধ্বস্ত ছিলেন, ঘুরে দাঁড়িয়ে আইপিএলে ম্যাচ জেতানো ইনিংস হরমনের, কীভাবে সম্ভব হল?]
মহিলাদের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। চিন্নাস্বামীতে সঞ্জনাকে সঞ্চালনা করতে দেখে সোশাল মিডিয়ায় বুমরাহ তাঁকে লেখেন, ”দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড।” ইনস্টাগ্রামে সঞ্জনার উদ্দেশে লেখেন, ”খুব ভালো সঞ্জনা গনেশন। বিশ্বের সেরা ফিরে এসেছে কাজে।”
আইপিএলের দুনিয়ায় সঞ্জনা বেশ পরিচিত মুখ। জনপ্রিয়ও তিনি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে অতীতে কাজ করেছেন। ২০২১ সালের মার্চে বুমরাহ ও সঞ্জনার বিয়ে হয়। গত বছরের সেপ্টেম্বরে পুত্র সন্তান আসে বুমরাহ ও সঞ্জনার ঘরে।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নেই বুমরাহ। বোর্ড সূত্রের খবর, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে টেস্ট দলের সহ-অধিনায়ককে। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যম চাঞ্চল্যকর দাবি করে। ওই সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বুমরাহ নাকি বোর্ডের কাছে বিশ্রাম চাননি। বোর্ডের তরফেই একপ্রকার জোর করে বিশ্রামে পাঠানো হয়েছে তাঁকে। আসলে সামনেই টি-২০ বিশ্বকাপ। তাই দলের এক নম্বর পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চান না বোর্ড কর্তারা।