সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup) আগেই মাঠে ফিরতে পারেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। শোনা গিয়েছিল, দীর্ঘদিনের চোট সমস্যা কাটিয়ে এশিয়া কাপেই ভারতের হয়ে মাঠে নামতে চলেছেন তারকা পেসার। কিন্তু শোনা যাচ্ছে, তার আগেই বুমরাহকে মাঠে নামাতে চাইছে টিম ম্যানেজেমেন্ট। তাই মহাদেশীয় টুর্নামেন্টের আগেই বিদেশ সফরে পাঠানো হবে বুমরাহকে। কারণ ফিটনেসের দিক থেকে দ্রুত উন্নতি করছেন তিনি।
গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেই চোটের সমস্যায় ভুগছেন বুমরাহ। কোমরের চোটে ভুগে প্রায় দু’বছর ধরে ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে ভারতীয় পেসারকে। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ- একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁর অভাব বোধ করেছে ভারত। চলতি বছরের শুরুর দিকেই বুমরাহর কোমরে অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি সামলাতে দল পাঠাচ্ছে নবান্ন, নেতৃত্বে সেচমন্ত্রী, টুইট মুখ্যমন্ত্রীর]
তবে জুন মাসেই শোনা গিয়েছিল, দিনে সাত ওভার করে বল করতে পারছেন বুমরাহ। তাই এশিয়া কাপেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তিনি। যদিও বুম বুমকে মাঠে নামানো নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বোর্ড, এমনটাই খবর ছিল। তবে এখন শোনা যাচ্ছে, এশিয়া কাপেরও আগে ম্যাচ খেলতে পারেন বুমরাহ।
এশিয়া কাপের আগেই আয়ারল্যান্ড সফরে যাবে ভারতের দ্বিতীয় সারির দল। সেখানেই পাঠানো হতে পারে বুমরাহকে। যদিও এখনও এই বিষয়ে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, যেহেতু এনসিএতে বেশ ভাল বোলিং করতে পারছেন বুমরাহ তাই তাঁকে এশিয়া কাপের আগেই ম্যাচ প্র্যাকটিস দিতে চাইছে বোর্ড। চলতি বছরেই ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে ভারত। তার আগে সেরা বোলিং অস্ত্র যেন একেবারে তৈরি থাকেন, সেটাই আশা করতে পারে ভারতীয় বোর্ড।