shono
Advertisement

‘বউকে তো একেবারেই ভুলে গিয়েছেন!’ নতুন ছবি পোস্ট করতেই জীতুকে কটাক্ষ

সম্প্রতি জীতু কমলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন অভিনেত্রী নবনীতা দাস।
Posted: 10:09 AM Sep 29, 2023Updated: 10:09 AM Sep 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকাল সোশাল মিডিয়ায় একটু বেশিই অ্যাক্টিভ জীতু কমল। যখনই পারছেন ছবি দিচ্ছেন, ভিডিও পোস্ট করছেন। এমনকী, বলিউডি গানের সঙ্গে নেচে রিলও বানাচ্ছেন। নেটিজেনরা জীতুর এই সোশাল মিডিয়ার কাণ্ড দেখে বলছেন, জীতু নাকি একেবারেই বউ নবনীতাকে ভুলে গিয়ে দিব্য রয়েছেন। আর সেই কারণেই ইনস্টাগ্রামে নেটিজেনদের একাংশ স্পষ্ট জীতুকে লিখলেন, ‘বাচ্চা বউকে তো একেবারে ভুলেই গিয়েছেন।’ কেউ কেউ আবার লিখলেন, ‘ডিভোর্সের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন?’ তবে জীতু কিন্তু এসব মন্তব্যকে একেবারেই পাত্তা দেননি। বরং নিজের ব্যক্তিগত জীবনের ওঠা-নামাকে রাখতে চান একেবারেই নিজের কাছে।

Advertisement

প্রসঙ্গত, হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় জিতু কমলের সঙ্গে বিয়ে ভাঙলেন নবনীতা দাস। সংবাদ প্রতিদিনকে স্পষ্টই নবনীতা জানিয়ে ছিলেন, তিন মাস ধরে আলাদা রয়েছে তাঁরা। আর এই সিদ্ধান্ত একেবারেই ভাবনা চিন্তা করে নেওয়া। তারপর থেকেই নানা সময়ে সোশ্য়াল মিডিয়ায় নবনীতা যেমন নানা পোস্ট দিয়েছেন। তেমনি, এই সম্পর্ক ভাঙা নিয়ে মুখে কিছু না বললেও, ফেসবুক, ইনস্টাগ্রামে নানা ইঙ্গিতবাহী পোস্ট দিচ্ছেন। এই যেমন, সম্প্রতি জিতু তাঁর ফেসবুকে লিখেছিলেন, ভালোবাসা কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো-সেটা ভালোবাসা নয়- সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো- সেটা ভালোবাসা নয়-সেটা লোভ। সেটা লালসা,যদি কারো টাকা দেখে ভালোবাসো। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে- সেটাই ভালোবাসা।”

[আরও পড়ুন: কটাক্ষের মুখে পড়েও শেষবেলায় লালবাগে ফারহা খান, হল ধাক্কাধাক্কিও! সামাল দিল পুলিশ]

কয়েক মাস আগে জিতুর সঙ্গে লন্ডনও ঘুরে এসেছেন। সেই ছবি দেখেছে অনুরাগীরাও। তবে হঠাৎ এমন কী হল যার জন্য এমন সিদ্ধান্ত? নবনীতার কথায়, এই সিদ্ধান্তের আগে লন্ডন ট্রিপের সমস্ত প্ল্যান হয়ে গিয়েছিল। বাতিল করিনি ট্রিপটা। আমার প্রথম বিদেশ ট্রিপ ছিল। ২০১৯ সালের ৬ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিতু-নবনীতা। স্বামী জীতু কমলের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন নায়িকা। এখনও যদিও বিচ্ছেদের শংসাপত্র আসেনি।

[আরও পড়ুন: শশী থারুর ‘দেশবিরোধী’! বিবেক অগ্নিহোত্রীর ‘মিথ্যাচারে’ আইনি হুঁশিয়ারি কংগ্রেস সাংসদের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement