shono
Advertisement

Breaking News

প্রভাবশালীর বিয়ে, ‘হাইজ্যাক’জেট এয়ারওয়েজের বিমান

দেখুন সেই ভিডিও৷ The post প্রভাবশালীর বিয়ে, ‘হাইজ্যাক’ জেট এয়ারওয়েজের বিমান appeared first on Sangbad Pratidin.
Posted: 02:51 AM Dec 04, 2016Updated: 09:29 PM Dec 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রভাবশালী পরিবারের সদস্যরা যোগ দিতে যাবেন বিয়েবাড়িতে৷ তাই চাই আস্ত একটা বিমান৷ কিন্তু বিমানে যে অন্য যাত্রীরাও আছেন! তাহলে উপায় কী? প্রভাবশালীরা তো আর পিছু হঠবেন না৷ তাই নামিয়ে দেওয়া হল সাধারণ যাত্রীদেরই৷ এই অভিযোগই উঠল জেট এয়ারওয়েজের বিরুদ্ধে৷ বিমান থেকে নামতে যাত্রীদের ঘুষ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে৷ এই ঘটনায় দিনভর তোলপাড় নেট-দুনিয়া৷

Advertisement

শুক্রবার সকালে মুম্বই থেকে ভোপালের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ফ্লাইট নম্বর 9W7083-এর৷ ওই ফ্লাইটে করেই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল অভিযুক্ত গুজরাতি পরিবারের ৮০ জন সদস্যের৷ কিন্তু এদের মধ্যে ১৭ জন দেরি করে বিমানবন্দরে আসেন৷ অভিযোগ, বিমান ছাড়ার সময় হয়ে গেলেও পরিবারের ওই ১৭ জনের জন্য অপেক্ষা করতে বিমানকর্মীদের উপর চাপ সৃষ্টি করে ওই পরিবার৷ এমনকী, শেষ মুহূর্তের রুটিন তল্লাশি ছাড়াই বিমানে প্রবেশ করতে দেওয়া হয় তাঁদের৷

বিষয়টি নিয়ে অন্যান্য যাত্রীরা প্রতিবাদ জানাতে শুরু করেন৷ অভিযোগ, পরিস্থিতি বেগতিক দেখে জেট এয়ারওয়েজের তরফে বিক্ষোভকারী যাত্রীদের টাকা ‘অফার’ করা হয়৷ সূত্রের খবর, বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডার পর জেট এয়ারওয়েজের দেওয়া ১০,০০০ টাকা নিয়ে বিমান থেকে নেমেও যান পাঁচ যাত্রী৷ গুজরাতের ওই পরিবারের সঙ্গে এক মন্ত্রীর যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে৷ তাঁর প্রভাবেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন বাকি যাত্রীরা৷ এ বিষয়ে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন৷

The post প্রভাবশালীর বিয়ে, ‘হাইজ্যাক’ জেট এয়ারওয়েজের বিমান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement