shono
Advertisement

Breaking News

বুরহানের ভাইয়ের মৃত্যুতে ক্ষতিপূরণ দেবে সরকার

সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষতিপূরণ বাবদ ৪ লক্ষ টাকা করে দেওয়া হবে। The post বুরহানের ভাইয়ের মৃত্যুতে ক্ষতিপূরণ দেবে সরকার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:13 AM Dec 14, 2016Updated: 07:43 PM Dec 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুরহান ওয়ানির ভাই খালিদ মুজাফর ওয়ানির মৃত্যুতে ক্ষতিপূরণ দেবে জম্মু-কাশ্মীর সরকার। পাশাপাশি আরও ১৬ জনের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত ২৪ নভেম্বর পুলওয়ামা জেলার ডেপুটি কমিশনার মুন্নির-উল-ইসলামের নেতৃত্বে ডিএলএসসিসি-র বৈঠকে এই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষতিপূরণ বাবদ ৪ লক্ষ টাকা করে দেওয়া হবে। তবে এক্ষেত্রে কারও কোনও আপত্তি থাকলে তা জানানোর জন্য একসপ্তাহ সময়সীমা দেওয়া হয়েছে।

Advertisement

গত ১৩ এপ্রিল সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় খালিদ মুজাফর ওয়ানির। হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বুরহানের ভাইয়ের। তবে তার পরিবার অবশ্য একথা অস্বীকার করেছে।

গত ৮ জুলাই সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় বুরহান ওয়ানিরও। এরপর থেকেই অশান্ত হয়ে ওঠে উপত্যাকা। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় ৮৬ জনের।

The post বুরহানের ভাইয়ের মৃত্যুতে ক্ষতিপূরণ দেবে সরকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement