সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই ইন্টার কাশীর কোচ হিসাবে জানা গিয়েছিল আন্তোনিও লোপেজ হাবাসের নাম। এবার শোনা যাচ্ছে, উত্তরপ্রদেশের ক্লাবটির পথে পা বাড়িয়েছেন মোহনবাগানের আরেক প্রাক্তন সদস্য। সূত্রের খবর, জনি কাউকোকে সই করাতে চলেছে ইন্টার কাশী। তবে এখনও এই বিষয়টি নিয়ে চূড়ান্ত ঘোষণা হয়নি। আই লিগ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে কাউকোকে দলে নিতে পারে ইন্টার কাশী।
গত মরশুমে প্রথমবার আই লিগ খেলেছে ইন্টার কাশী। গত মরশুমে তারা লিগে চতুর্থ স্থানে শেষ করে। এবার শুরু থেকেই দল গঠনের উপর জোর দিয়েছে তারা। মোহনবাগানকে আইএসএল লিগ-শিল্ড জেতানো কোচকে নিয়ে চমক দিয়েছিল ইন্টার কাশী। এবার কাউকো সেই দলে যোগ দিতে চলেছেন বলেই জল্পনা শোনা যাচ্ছে।
[আরও পড়ুন: বিপর্যস্ত ওয়ানড়ের জন্যই প্রথম গোল, মন জিতলেন ইস্টবেঙ্গলের তরুণ তুর্কি]
সূত্রের খবর, হাবাস নিজে কথা বলেছেন কাউকোর সঙ্গে। ইন্টার কাশীর কোচ হিসাবে তিনি অভিজ্ঞ মিডফিল্ডারকে দলে চান। এই নিয়ে দুতরফে আলোচনা অনেকটাই এগিয়েছে। আসন্ন আই লিগে ইন্টার কাশীর জার্সিতেই দেখা যাবে কাউকোকে, সেই সম্ভাবনা প্রবল। বিষয়টি কেবল আনুষ্ঠানিক সিলমোহরের অপেক্ষায় বলেই খবর। উল্লেখ্য, ডুরান্ডের পরই ইন্টার কাশীর দায়িত্ব গ্রহণ করবেন হাবাস।
প্রসঙ্গত, আগের মরশুমের দ্বিতীয় পর্বে মোহনবাগানে কোচ ছিলেন হাবাস। মাঝপথে কোচের পদে এসে সবুজ-মেরুন শিবিরকে আইএসএল লিগ-শিল্ড দিয়েছিলেন তিনি। তাঁর ঝুলিতে আছে দুটো আইএসএল খেতাবও। তবে মরশুম শেষেই তাঁর সঙ্গে মোহনবাগানের পথ আলাদা হয়ে গিয়েছে। সেই জায়গায় এসেছেন আরেক স্প্যানিশ কোচ হোসে মোলিনা। এবার হাবাসের নতুন যাত্রা শুরু হবে ইন্টার কাশীতে। সেখানেও সঙ্গী হতে চলেছেন প্রাক্তন মোহনবাগানি কাউকো।