shono
Advertisement

Breaking News

স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড়সড় নাশকতার ছক বানচাল, ধৃত দুই জামাত জঙ্গি

কলকাতা পুলিশের এসটিএফের বিশাল সাফল্য৷ The post স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড়সড় নাশকতার ছক বানচাল, ধৃত দুই জামাত জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:39 PM Jul 24, 2018Updated: 06:09 PM Jul 24, 2018

অর্ণব আইচ: স্বাধীনতা দিবসের আগে রাজধানীর বুকে বড়সড় হামলার ছক কষছে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি৷ এই সংক্রান্ত তথ্য আগেই পৌঁছে গিয়েছিল ভারতীয় গোয়েন্দাদের কাছে৷ অ্যালার্ট করা হয়েছিল সমস্ত রাজ্যগুলিকে৷ জানা গিয়েছে, সেই তথ্যসূত্র ধরেই যৌথ অভিযানে দুই জামাত জঙ্গিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এসটিএফ ও উত্তরপ্রদেশ পুলিশের এটিএস৷ গ্রেটার নয়ডার সুরাজপুর থেকে তাদের পাকড়াও করা হয়েছে৷ সূত্রের খবর, তাদের জেরা করে একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারী অফিসাররা এবং তারা নিজেদের জামাত যোগের কথা স্বীকার করে নিয়েছে৷

Advertisement

[স্কুল সার্ভিস কমিশনের জাল ওয়েবসাইট তৈরি করে প্রতারণা, গ্রেপ্তার দম্পতি]

পুলিশ সূত্রে খবর, ধৃত প্রথম জঙ্গির নাম, মুশারফ হোসেন (মুশা) ওরফে নজরুল ইসলাম ওরফে রেজাউল করিম৷ দ্বিতীয়জনের নাম রুবেল আহমেদ ওরফে মণিরুল ইসলাম৷ এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের রংপুরে৷ গতমাসেই এরা বাংলাদেশ থেকে চোরাপথে এরাজ্যের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করে৷ এরপর সোজা চলে যায় উত্তরপ্রদেশে৷ গা ঢাকা দেয় সেখানকার সুরাজপুরে৷ জানা গিয়েছে, গোপন সূত্র মারফত সেই খবর প্রথমে পেয়েছিলেন এই রাজ্যের গোয়েন্দারা৷ তাঁরাই খবরটি পৌঁছে দেন উত্তরপ্রদেশের গোয়েন্দাদের৷ এরপরেই, মঙ্গলবার যৌথ অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ ও উত্তরপ্রদেশে পুলিশের এটিএস৷ পুলিশ জানিয়েছে, এরা দুজনেই জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সদস্য৷

[কেমন ছিল মোদির ছেলেবেলা, এবার পর্দায় ফুটে উঠবে সেই কাহিনি]

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লিতে নাশকতার বড়সড় ছক কষছে পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন জঙ্গিগোষ্ঠী৷ এই বিষয়ে আগেই দিল্লি-সহ আরও বেশ কয়েকটি রাজ্যজুড়ে হাই অ্যালার্ট জারি করেছিল প্রশাসন৷ জইশ-ই-মহম্মদের তিন জঙ্গির থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে গোয়েন্দারা সতর্ক করেছিল বিভিন্ন রাজ্য সরকারকেও৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছিল, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি-সহ কয়েকটি রাজ্যকে টার্গেট করেছে বিভিন্ন পাক ও বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলি। এমনকি কাশ্মীরেও হামলার ছক রয়েছে তাদের৷

The post স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড়সড় নাশকতার ছক বানচাল, ধৃত দুই জামাত জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement