shono
Advertisement

নয়া আতঙ্ক যোশিমঠে! এবার ফাটল নিরাপদ অঞ্চলের বহু বাড়িতে

স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এই পরিস্থিতিতে।
Posted: 03:08 PM May 09, 2023Updated: 03:09 PM May 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া আতঙ্ক যোশিমঠে। নতুন করে বেশ কিছু বাড়িতে দেখা দিল ফাটল। সবচেয়ে ভয়ের কথা, এই বাড়িগুলি অবস্থিত নিরাপদ অঞ্চলে। স্বাভাবিক ভাবেই এই ফাটল ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, এখানকার গঙ্গানগর ‘ইয়েলো জোনে’র অন্তর্গত। যা নিরাপদ বলেই মনে করা হচ্ছিল। এবার ফাটল ছড়াল সেখানেও।

Advertisement

কেন হঠাৎ ফাটল দেখা দিল যোশিমঠে (Joshimath)? মনে করা হচ্ছে, নতুন করে বৃষ্টি শুরু হওয়ার কারণেই এই ফাটল সৃষ্টি হয়েছে। এর আগে ফাটল দেখা দিয়েছিল সুনীল, মনোহর বাগ, রবিগ্রাম, সিংধারের মতো এলাকায়। স্থানীয় বাসিন্দা বীরেন্দ্রলাল টামটা জানাচ্ছেন, তাঁর বাড়িতে এর আগে কোনও ফাটল ছিল না। কিন্তু সম্প্রতি সেখানে ফাটল দেখা দেওয়ায় তিনি উদ্বিগ্ন। একই অভিজ্ঞতা অনেকেরই।

[আরও পড়ুন: আইপিএলেও ডিএ প্রতিবাদ, ব্যানার হাতে ইডেনে ম্যাচ দেখতে হাজির সরকারি কর্মীরা]

গত জানুয়ারিতে যোশিমঠের ফাটল ঘিরে দেশভর উদ্বেগ ছড়িয়েছিল। পদ্মভূষণজয়ী পরিবেশবিদ অনিল জোশি বলেছিলেন, “এই এলাকার দিকে একেবারে নজর দেয় না প্রশাসন। যোশিমঠের অবস্থা দেখে আমি অন্তত একেবারেই অবাক নই। ১৯৭৬ সাল থেকে এই বিষয়টি সকলের নজরে এলেও কেউ গুরুত্ব দেয়নি। আগামী দিনে যেন এই সমস্যা বাড়তে না পারে, তাই এখনই উপযুক্ত পদক্ষেপ করা দরকার।”

উল্লেখ্য, কেবল যোশিমঠই নয়, কর্ণপ্রয়াগ, উত্তরকাশী, গুপ্তকাশী, ঋষিকেশ, নৈনিতাল, মুসৌরি-সহ একাধিক জায়গায় ফাটল ধরছে বলে জানা গিয়েছে। ওয়াকিবহাল মহলের দাবি, প্রশাসনের একাধিক প্রকল্পের জেরেই বিপদের মধ্যে গোটা উত্তরাখণ্ড (Uttarakhand)।

[আরও পড়ুন: আগামী সপ্তাহেই মাধ্যমিকের ফলপ্রকাশ? ইঙ্গিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement