shono
Advertisement

সাংবাদিককে গুলি করে খুন বিহারে

গত মে মাসে আরেক সাংবাদিক রাজদেও রঞ্জনকেও একইভাবে হত্যা করা হয়েছিল৷ The post সাংবাদিককে গুলি করে খুন বিহারে appeared first on Sangbad Pratidin.
Posted: 10:20 PM Nov 12, 2016Updated: 04:56 PM Nov 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ফের সাংবাদিক খুন৷ শনিবার সকালে সেখানকার এক হিন্দি দৈনিকের সাংবাদিককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে একদল দুষ্কৃতী৷ ৩৫ বছরের ধর্মেন্দ্র সিং এদিন রোহতাস জেলার একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন৷ তখনই খুব কাছ থেকে তাঁর দিকে তাক করে গুলি চালায় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী, জানিয়েছেন সব ডিভিশনাল পুলিশ অফিসার অলোক রঞ্জন৷

Advertisement

(লবণ নিয়ে কালোবাজারি, আতঙ্ক না ছড়ানোর নির্দেশ কেন্দ্রের)

পুলিশ সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ধর্মেন্দ্র সিংয়ের পেটে গুলি করে দুষ্কৃতীরা৷ এক পুত্রসন্তান ও স্ত্রীকে ইহজগতে রেখে চলে গেলেন ধর্মেন্দ্র সিং৷ সাসারামের এক হিন্দি দৈনিকে তিনি চাকরি করতেন৷ রোহতাস জেলায় গজিয়ে ওঠা অসাধু ব্যবসায়ীদের একটি চক্রের বিরুদ্ধে খবর প্রকাশের জন্য তাঁকে হত্যা করা হতে পারে বলে অনুমান পুলিশের৷ এসডিপিও এই খুনে তদন্তের নির্দেশ দিয়েছে৷ বিহারে সাংবাদিক হত্যার নজির এই প্রথম নয়৷ গত মে মাসে আরেক সাংবাদিক রাজদেও রঞ্জনকেও একইভাবে হত্যা করা হয়েছিল৷ তার আগে ঝাড়খণ্ডে এক সাংবাদিককে হত্যা করা হয়েছিল৷

একের পর এক সাংবাদিককে হত্যার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সাংবাদিকতার জন্য ভারত একেবারেই নিরাপদ নয়৷ রাজনৈতিক ও শিল্পমহলের সঙ্গে দুষ্কৃতীদের সমঝোতার খেসারত দিতে হয় সাংবাদিকদের৷ ২০১৫ সালের একটি রিপোর্ট বলছে, ঝুঁকির নিরিখে গোটা এশিয়ার মধ্যে ভারতে সাংবাদিকদের স্থান তৃতীয়৷ পাকিস্তান ও আফগানিস্তানের ঠিক পরে৷ গতবছর এ দেশে অন্তত ৯ জন সাংবাদিক খুন হয়েছেন৷ যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও ইরাকের পর এতজন সাংবাদিক অন্য কোথাও খুন হননি৷

(নোট বাতিলের পর আরও বড় পদক্ষেপের পরিকল্পনা মোদির!)

The post সাংবাদিককে গুলি করে খুন বিহারে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement