গোবিন্দ রায়: রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে কী বলছেন নোবেলজয়ীরা? এজলাসে বসেই জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। বিচারপতি বলেন, নোবেলজয়ীরা তো অনেক বিষয়েই কথা বলেন, তাই এটা নিয়েও কিছু বলেন কিনা জানতে চাইছিলাম। সদ্যই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা করেছিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন। তার প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
বুধবার নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, নোবেলজয়ীরা স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে কি বলছেন? অমর্ত্য সেন রয়েছেন, যিনি প্রতীচি ট্রাস্ট গড়ে কাজ করছেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee) রয়েছেন। আমার জানার কৌতূহল, স্কুলে নিয়োগে দুর্নীতিতে এই সব মহান স্বীকৃত শিক্ষাবিদ মানুষগুলোর দৃষ্টিভঙ্গি কী? ওনারা তো আরও অনেক বিষয়ে কথা বলেন। তাই এটা নিয়েও কিছু বলেন কিনা, সেটা জানতে চাইছিলাম।
[আরও পড়ুন: পানশালার গায়িকাকে ধর্ষণের চেষ্টা, হুমকির অভিযোগে গ্রেপ্তার ভিন রাজ্যের যুবক]
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের জবাবে বিকাশবাবু বলেন, “আমার মনে হয় অমর্ত্য সেনের বলা বিষয়ে পুরো লেখাটা পড়লে বোঝা যাবে তিনি যে ভাবে দেখানো হচ্ছে সেই ভাবে বলেননি। আমি পুরো লেখাটা পড়েছি। আর প্রতিচি ট্রাস্টও কাজ করতে গিয়ে সমস্যাটা অনুভব করছে বলে আমার মনে হয়।” বিচারপতি গঙ্গোপাধ্যায় যে অমর্ত্য সেনের (Amartya Sen) সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতেই এজলাসে এই প্রশ্নটি করেছিলেন, সেটা বিকাশরঞ্জন ভট্টাচার্যের জবাবেই স্পষ্ট হয়ে যায়।
[আরও পড়ুন: করোনা ভ্যাকসিনে শরীরে নানা পার্শ্বপ্রতিক্রিয়া? ধোঁয়াশা দূর করে জবাব দিল কেন্দ্র]
উল্লেখ্য, দিন কয়েক আগেই নোবেলজয়ী অমর্ত্য সেন বলেছেন, এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার মতো সবরকম যোগ্যতা রাখেন। যা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা চলছে। শুধু অমর্ত্য সেন নন রাজ্যের আরেক নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার মুখ্যমন্ত্রীর একাধিক জনকল্যাণকর প্রকল্পের প্রশংসা করেছেন। তবে দু’জনের কেউই রাজ্যের দুর্নীতি নিয়ে কখনও মুখ খোলেননি। আইনজীবী মহলের একাংশ মনে করছে, ভরা এজলাসে দুই নোবেলজয়ীকে নিয়ে প্রশ্ন তুলে আসলে খানিকটা খোঁচাই দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।