অর্ণব আইচ: শেষ ইডি হেফাজত। কালীপুজোর দিনই জেলযাত্রা জ্যোতিপ্রিয় মল্লিকের। প্রেসিডেন্সি সংশোধনাগারেই নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। জেলযাত্রার আগেও নিজেকে ‘অসুস্থ’ বলেই দাবি করেন প্রাক্তন মন্ত্রী। “সব কথা পরে বলব”, বলে জল্পনা জিইয়ে রাখলেন তিনি।
রবিবার সকালে ‘অসুস্থ’ জ্যোতিপ্রিয়কে সিজিও কমপ্লেক্স থেকে বের করে আলিপুরের কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় মৃত্যুর আশঙ্কা করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী। সিজিওতে ফেরার পথে বাকিবুরের লোন দেওয়া প্রসঙ্গেও মুখ খোলেন জ্যোতিপ্রিয়। এসব দাবি ভিত্তিহীন বলেই জানান মন্ত্রী। স্বাস্থ্যপরীক্ষার পরই ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হয় তাঁকে। ইডি হেফাজত শেষের একদিন আগেই রবিবার কেন মন্ত্রীকে আদালতে নিয়ে যাওয়া হল, সে কারণ অবশ্য স্পষ্ট নয়। তবে এদিন ইডি এবং মন্ত্রীর আইনজীবীর সওয়াল জবাব শেষে জ্যোতিপ্রিয়কে আগামী ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ১৬ নভেম্বর ফের আদালতে পেশ করা হবে তাঁকে।
[আরও পড়ুন: ৯ কোটি টাকা বিনা সুদে ঋণ দেন বাকিবুর? মুখ খুললেন জ্যোতিপ্রিয়]
সূত্রের খবর, আদালতে জামিনের আবেদন জানাননি তাঁর আইনজীবী। পরিবর্তে অসুস্থতার কথা উল্লেখ করে সরকারি হাসপাতালে ভর্তির আর্জি জানানো হয়। যদিও বিচারক সেই আর্জি খারিজ করে দেন। কম্যান্ড হাসপাতালের রিপোর্টের ভিত্তিতে জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা হাসপাতালে ভর্তি হওয়ার মতো নয় বলেই জানায় আদালত। ব্যাঙ্কশাল আদালত থেকে সোজা প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয়কে। আদালত চত্বরে দাঁড়িয়ে আরও একবার শারীরিক অসুস্থতার কথা জানান মন্ত্রী। তাঁর বাম হাত এবং পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কা করেন জ্যোতিপ্রিয়। মন্ত্রী আরও বলেন, “ইডি থেকে মুক্তি পেলাম। এখন জেলে যাচ্ছি। সব কথা পরে বলব।” ভবিষ্যতে কী বলবেন জ্যোতিপ্রিয়? ফাঁস করবেন কোনও গোপন তথ্য? ক্রমশ জোরাল হচ্ছে জল্পনা।