shono
Advertisement

Breaking News

ভারতের শক্তি দেখবে দুনিয়া, কুচকাওয়াজে থাকছে ঘাতক এম-৭৭৭, কে-৯ বজ্র

বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের সামরিক শক্তি দেখবে দুনিয়া৷ The post ভারতের শক্তি দেখবে দুনিয়া, কুচকাওয়াজে থাকছে ঘাতক এম-৭৭৭, কে-৯ বজ্র appeared first on Sangbad Pratidin.
Posted: 11:49 AM Jan 24, 2019Updated: 11:49 AM Jan 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসে এবার অসাধারণ সমাবেশের সাক্ষী থাকবে দেশ৷ বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের সামরিক শক্তি দেখবে দুনিয়া৷ এই প্রথমবার রাজপথ কাঁপিয়ে কুচকাওয়াজে শামিল হবে অত্যাধুনিক এম-৭৭৭ হাউৎজার ও কে-৯ বজ্র সেলফ প্রপেলড আর্টিলারি গান৷ এছাড়াও কুচকাওয়াজে থাকছে বিএমপি-২ ল্যান্ডমাইন ক্লিনার-সহ একাধিক অত্যাধুনিক যুদ্ধাস্ত্র৷      

Advertisement

[পুড়ে খাক হয়ে যাবে চিন-পাকিস্তানের ট্যাঙ্ক, নয়া অস্ত্রে বলীয়ান সেনা]

এবছর সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সেনার আধুনিকীকরণ ও পেশিশক্তির বেনজির প্রদর্শনের উপর জোর দিয়েছে কেন্দ্র৷ এর আগে রাজপথে এই শ্রেণির যুদ্ধাস্ত্র জনসমক্ষে তুলে ধরা হয়নি৷ গত ৩৭ বছর ধরে তাড়া করে বেড়ানো বফর্স কেলেঙ্কারির ভূত নামিয়ে সদ্য এম-৭৭৭ আল্ট্রা লাইট হাউৎজার কামান হাতে পেয়েছে ভারতীয় সেনা৷ সব মিলিয়ে কয়েক বছরের মধ্যে আমেরিকায় নির্মিত ১৪৫টি এম-৭৭৭ যোগ হবে সেনার ভাণ্ডারে৷ মাত্র ৪ টন ওজন হওয়ায় বিমানে চাপিয়ে এম-৭৭৭’কে সহজেই ১৬ হাজার ফুট উচ্চতায় লাদাখ ও অরুণাচলে ৪,০৫৭ কিলোমিটার বিস্তৃত ভারত-চিন সীমান্তে নিয়ে যাওয়া যাবে৷ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি)-এ অতন্দ্র প্রহরায় নিযুক্ত থাকবে এম-৭৭৭৷ প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম এই হাউৎজার৷ হালকা ওজনের জন্য হেলিকপ্টারে করে সহজেই যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা যায় এটিকে৷ 

এদিকে দক্ষিণ কোরিয়াই নির্মিত কে-৯ বজ্রকে বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না৷ স্বচালিত হওয়ায় পরিস্থিতি বুঝে গতি ও পথ পালটাতে পারে এই কামানটি৷ জানা গিয়েছে, ‘কে ৯ বজ্র’ নামের বন্দুকটির সর্বোচ্চ পাল্লা ২৮ থেকে ৩৮ কিলোমিটার৷ ‘বার্স্ট মোড’-এ ৩০ সেকেন্ডে তিন রাউন্ড শেল ছুঁড়তে সক্ষম এটি৷ ‘ইনটেন্স মোড’ চালু করলে ৬০ মিনিটে ৬০টি গোলা ছুঁড়তে সক্ষম এই কামান৷ বফর্স কামান দাগতে আটজন সেনার প্রয়োজন হয়৷ তুলনায় মাত্র পাঁচজনের দল ‘বজ্র’ চালাতে সক্ষম৷ এছাড়াও কুচকাওয়াজে শামিল হচ্ছে ভারতীয় সেনার টি-৯০ ট্যাঙ্ক৷ থাকছে আকাশ মিসাইল সিস্টেম৷ সব মিলিয়ে এবার ভারতীয় সেনার বাহুবলের সাক্ষী থাকবে বিশ্ব৷ এদিকে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে৷ যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সম্পূর্ণ প্রস্তুত প্রশাসন৷          

            [রাহুলের টুইটে নেতাজির মৃত্যুদিন, ঐতিহাসিক ভুল কংগ্রেস সভাপতির                    

The post ভারতের শক্তি দেখবে দুনিয়া, কুচকাওয়াজে থাকছে ঘাতক এম-৭৭৭, কে-৯ বজ্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার