shono
Advertisement

মুকুল-অর্জুনকে খুনের ষড়যন্ত্র হচ্ছে, বিস্ফোরক অভিযোগ কৈলাসের

'ক্ষমতায় এলে এই পুলিশই দেখবেন আমাদের জুতো পালিশ করছে', কটাক্ষ বিজেপি নেতার। The post মুকুল-অর্জুনকে খুনের ষড়যন্ত্র হচ্ছে, বিস্ফোরক অভিযোগ কৈলাসের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:36 PM Sep 04, 2019Updated: 08:36 PM Sep 04, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: মুকুল রায় ও অর্জুন সিংকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। শাসকদল ও রাজ্য প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল কৈলাসের। তাঁর বক্তব্য, “মুকুল রায় ও অর্জুন সিংকে হত্যার ষড়যন্ত্র চলছে। মুকুল রায়ের বিরুদ্ধে ৩২টি মামলা করা হয়েছে। অর্জুনের বিরুদ্ধে ৫০টি মামলা দেওয়া হয়েছে। আমার উপরও মামলা আছে।” ভাটপাড়ায় অশান্তির ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতি তপ্ত, তখন বিজেপির শীর্ষ নেতার এই অভিযোগ তাতে আরও নতুন মাত্রা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

[আরও পড়ুন: ‘কার গুরুত্ব বেশি, তা দলই ঠিক করবে’, শোভন-বৈশাখীকে স্পষ্ট বার্তা কৈলাসের]

বুধবার শ্যামবাজারে দলের অবস্থান কর্মসূচির মঞ্চ থেকে বিজেপি নেতৃত্ব ভাটপাড়া কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলেছে। মুকুল রায়ের দাবি, অর্জুন সিংকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। নিরপেক্ষ কোনও সংস্থাকে দিয়ে তদন্ত হোক। মঞ্চে উপস্থিত সাংসদ অর্জুন সিং আর বলেন, আদালতের মাধ্যমে আমরা সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। সন্দেশখালির ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি তুলে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বিজেপির তিনদিনের অবস্থান কর্মসূচি বুধবার শেষ হল। শেষদিন সেই অবস্থান মঞ্চে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় নেতা মুকুল রায়। যেখানে ভাটপাড়া কাণ্ড নিয়ে আলাদা করে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর দিকে যেমন অভিযোগের আঙুল তুললেন মুকুল-অর্জুনরা।

পাশাপাশি, কাঠগড়ায় তোলা হয়েছে বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে। আবার আক্রমণের নিশানা করা হয়েছে এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত শর্মাকেও। কৈলাস এদিন বক্তব্যের শুরু থেকেই মুখ্যমন্ত্রীকেই আক্রমণের নিশানা করেন। তাঁর প্রশ্ন, বিধানসভা ভোটে জমানত কি বাঁচবে? ১০০ আসন আসবে? তিনি বলেন, সরকারের দুর্নীতি ও গুন্ডাগিরির বিরুদ্ধেই লোকসভা নির্বাচনে মানুষ ভোট দিয়েছে। অনুপ্রবেশকারীদের জন্যই মুখ্যমন্ত্রী এনআরসির বিরোধিতা করছেন। তৃণমূলের বহু বিধায়ক ও মন্ত্রী বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। ভোট আসতে দিন। মন্ত্রীরা তো বটেই সাধারণ মানুষও আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে না বলে দাবি বিজয়বর্গীয়র।

তৃণমূল সরকার পুলিশের উপর ভরসা করছে। যেদিন বিজেপি সরকার আসবে সেদিন এই পুলিশই দেখবেন আমাদের জুতো পালিশ করছে। এদিকে, ভাটপাড়ার ঘটনায় তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছিল বলে জগদ্দল থানায় এফআইআর দায়ের করেছেন অর্জুন সিং। এদিন অবস্থান মঞ্চে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি চৌধুরি, রীতেশ তিওয়ারি প্রমুখ বিজেপি নেতৃত্ব।

The post মুকুল-অর্জুনকে খুনের ষড়যন্ত্র হচ্ছে, বিস্ফোরক অভিযোগ কৈলাসের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার