shono
Advertisement

Breaking News

পিছনে ছুরি মেরেছেন মমতা, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ কৈলাসের

বালুরঘাটে নির্বাচনী প্রচারে কুরুচিকর আক্রমণ বিজেপি নেতার। The post পিছনে ছুরি মেরেছেন মমতা, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ কৈলাসের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:40 PM May 09, 2018Updated: 07:55 PM May 09, 2018

রাজা দাস, বালুরঘাট: ‘যারা তাঁকে সাহায্য করেন, তাঁর পিছনেই ছুড়ি মারেন দিদি৷ আজ মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটাও বিজেপি ও অটলবিহারী বাজপেয়ীর বদান্যতায়। আর, তারপরেই বিজেপিকেই প্রথম পিছন থেকে ছুড়ি মারেন তিনি৷’’ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কামারপাড়ায় নির্বাচনী সভায় ঠিক এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়৷

Advertisement

এদিনের জনসভা থেকে লাগাতার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি৷ হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘যেইসব মন্ত্রী ভাইরা দিদি দিদি করছেন, তাঁদের জেলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। সবাই তৈরি থাকুন৷ সকলেই চিট ফান্ডের টাকা মেরেছেন৷ একে একে সবাই জেলে যাবেন৷’’ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ‘মহিষ’ আখ্যা দিয়ে বলেন, ‘‘তিনি চিটফান্ডের সমর্থনে যে বক্তব্য রেখেছিলেন, সেই ভিডিও আছে আমার কাছে৷ ভোটের পর সেই ভিডিও সিবিআইকে দেব৷ তার পরই গ্রেপ্তার হবেন তিনিও৷’’

[বিজেপিকে ঠেকাতে ভোট বয়কটের ডাক সূর্যকান্তর]

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করেন কৈলাস বিজয়বর্গীয়৷ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতিতে না আসতেন, তবে অমিতাভ বচ্চনের থেকেও বড় অভিনেতা হতেন৷ তাঁর নাটকে অমিতাভ বচ্চন হার মেনে যাবে৷’’ কৈলাশের আরও কটাক্ষ, ‘‘মুখ্যমন্ত্রী নিজেকে সৎ দেখানোর জন্য ২০০ টাকার শাড়ি ও ১০০ টাকার হাওয়াই চটি পরেন৷ পুরানো ঘরে থাকেন। অথচ তার ভাইপো ২৫ হাজার টাকার কলম ও ৫০ হাজার টাকার জুতো পরেন৷ তিন লক্ষ টাকার চশমার ফ্রেম তাঁর৷ ১০০ কোটির বাংলোতে থাকে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেনামি বহু সম্পত্তির তথ্য আমার কাছে আছে৷ সব কিছুর হিসাব আছে রয়েছে আমার কাছে৷’’ ভোটের পর সেই সব সিবিআইকে দেবেন বলেও এদিন শূন্যে গুলি ছোড়েন এই বিজেপি নেতা৷

[‘ত্রুটিপূর্ণ’ নথি জমা, সুপ্রিম কোর্টে বিড়ম্বনায় রাজ্য নির্বাচন কমিশন]

এরপরেই ভারতী ঘোষের উদাহরণ টেনে কৈলাসের বক্তব্য, ‘‘আপনাদের মনে আছে তো, উনিও তৃণমূলের জেলা সভাপতি হিসেবে কাজ করতেন৷ মমতাকে মা বলে ডাকতেন৷ আজ বাংলার পুলিশ তাকে ধরার জন্য তল্লাশি চালাছে৷ উনি বাংলা ছেড়ে পালিয়েছেন৷ উনি যেখানেই থাকুন, আমার সহমর্মিতা রইল ওঁর জন্য৷ যার সাহায্যে উপরে ওঠেন, তাঁদের পিছনে ছুড়ি মারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই ছুরির আঘাত থেকে বাদ যাননি মুকুল রায়ও৷ তিনি একসময় সেকেন্ড কমান্ড ছিলেন৷ গোটা রাজ্যে তিনি সংগঠনের শ্রীবৃদ্ধি করেছেন৷ তার পিছনেও ছুরি পড়েছে৷’’

বুধবার বালুরঘাটের কামারপাড়া হাটখোলা এলাকায় নির্বাচনী প্রচারে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ছাড়াও ছিলেন জেলা বিজেপির পর্যবেক্ষক সঞ্জীব মিশ্র, বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার, বাপি সরকার-সহ অন্যান্য জেলা নেতৃত্ব৷

[জন্মদিনে বঞ্চনাই জুটল রবীন্দ্রনাথের, সংসদে মালা হাতে দেখা নেই কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের]

The post পিছনে ছুরি মেরেছেন মমতা, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ কৈলাসের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement