shono
Advertisement

ঋণের ভারে জর্জরিত নামী গয়না বিক্রেতা সংস্থা, বোঝা কমাতে বিমান বিক্রির সিদ্ধান্ত

বিমান বিক্রির পাশাপাশি অন্য পদক্ষেপও করছে শীর্ষস্থানীয় গয়না বিক্রেতা সংস্থাটি।
Posted: 11:08 AM May 17, 2023Updated: 11:08 AM May 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় গয়না বিক্রেতা সংস্থা কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়া (Kalyan Jewellers) ঋণের ভারে জর্জরিত। এই পরিস্থিতিতে ঋণের বোঝা কমাতে সংস্থার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের কাছে থাকা বিমানগুলি বিক্রি করে দেওয়ার। এর ফলে একধাক্কায় ১৫ শতাংশ ঋণ শোধ করে দেওয়া সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। কেবল বিমান বিক্রিই নয়, একাধিক নয়া পরিকল্পনাও করছে সংস্থা।

Advertisement

তবে বিমান বিক্রির পদক্ষেপ দ্রুত করা যাবে না বলেই মত সংস্থার কর্ণধার রমেশ কল্যাণারমণের। তাঁর মতে, রাতারাতি বিমান বিক্রি করা সম্ভব নয়। পুরো প্রক্রিয়া ৫ থেকে ৬ মাসের। আসলে বিমানের মতো দুর্মূল্য সম্পত্তি ক্রয়-বিক্রয় সব সময়ই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটাই জানিয়েছেন কল্যাণারমণ।

[আরও পড়ুন: বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি কংগ্রেসের, বিল দিতে নারাজ কর্ণাটকের গ্রামবাসীরা]

তবে বিমান বিক্রির পাশাপাশি অন্য পদক্ষেপও করছে কল্যাণ জুয়েলার্স। ঋণের বোঝা কমাতে ব্যাংক ঋণের বিপরীতে জামানত হিসেবে জমিকে রাখার পদক্ষেপও করছে সংস্থা। সব মিলিয়ে ঋণের ভার কমাতে মরিয়া কল্যাণ জুয়েলার্স। তবে রাতারাতি যে সেই ভার লাঘব করা যাবে না, সেকথাও জানাচ্ছেন কর্ণধার।

[আরও পড়ুন: ভারতে ধর্মীয় স্বাধীনতার ‘বিপণ্ণতা’ নিয়ে মার্কিন রিপোর্ট ‘পক্ষপাতদুষ্ট’! তোপ নয়াদিল্লির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement